
কোনো শিল্প প্রতিষ্ঠানে/বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার/ হিসাবরক্ষক/ম্যানেজার /কেরানি/কম্পিউটার প্রোগ্রামার পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র।
তারিখ : ০৩-০৭-২০২১
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
পূবালী ব্যাংক লি.
মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা
বিষয় : হিসাবরক্ষক পদে নিয়োগের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ২৭-০৪-২১ তারিখে দৈনিক “কালের কণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে কিছুসংখ্যক লোক নিয়োগ করা হবে ।
আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় সব তথ্যাদি নিম্নে পেশ করলাম ।
১. প্রার্থীর নামঃ আকাশ দত্ত
২. পিতার নামঃ অনীল দত্ত
৩. মাতাঃ সুমিতা রানী
৪. স্থায়ী ঠিকানাঃ গ্রাম : রামকৃষ্ণপুর, পো: হারুলিয়া থানা : পাংশা, জেলা : রাজবাড়ী
৫. বর্তমান ঠিকানাঃ ১৭, ধানমণ্ডি, ঢাকা ।
৬. জন্ম তারিখঃ ০৩.০৭.১৯৯৪
৭. জাতীয়তাঃ বাংলাদেশি
৮. ধর্মঃ সনাতন
৯. শিক্ষাগত যোগ্যতাঃ
পরীক্ষার নাম | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড / বিশ্ববিদ্যালয় | শাখা / বিষয় | প্রাপ্ত গ্রেড |
এসএসসি | রাজবাড়ী স. উ. বিদ্যালয় | ঢাকা | বাণিজ্য | A+ |
এইচএসসি | রাজবাড়ী স. কলেজ | ঢাকা | বাণিজ্য | A+ |
বিকম | ঢাকা বিশ্ববিদ্যালয় | ব্যবস্থাপনা | A | |
এমকম | ঢাকা বিশ্ববিদ্যালয় | ব্যবস্থাপনা | A |
অতএব, মহোদয়ের কাছে আবেদন, আমাকে উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে নিয়োগ করে আমার ভবিষ্যৎ উন্নতির পথ সুগম করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।
নিবেদক
আকাশ দত্ত
সংযুক্তি
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি
২. সদ্য তোলা ২ কপি ছবি
৩. নাগরিকত্ব সনদপত্র
৪. চারিত্রিক সনদপত্র
৫. ২০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট