দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কি বা তাহে,
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে
উর্ধ্বে দু হাত বাড়াস।
সারমর্মঃ জীবনে ঘাতপ্রতিঘাত থাকবেই। ধৈর্য ও সাহস নিয়ে মানুষকে জীবনের বন্ধুর পথ অতিক্রম করতে হয়। লড়াইয়ের মাধ্যমে দুঃখ-দৈন্যকে না করতে পারলে এবং বিপদকে মােকাবিলা না করতে পারলে জীবনে সাফল্য অর্জিত হয় না।
অন্যভাবে লিখা যায়ঃ জীবনের দুঃখ-দারিদ্র্যের মধ্যে কোনো লজ্জা নেই । বরং কারও মুখাপেক্ষী হওয়ার মধ্যেই লজ্জা। বিপদে ধৈৰ্য ধারণ করে দুঃখ-দারিদ্রকে সাহস ও মনোবল দিয়ে প্রতিহিত করতে পারলে জীবনে সফল হওয়া যায় ।
seiiiiii
আপনাকে ধন্যবাদ
খুব সুন্দর লিখেছেন