
বিকাশে অফিসার, মার্চেন্ট ম্যানেজমেন্ট পদসহ মোট ৫ টি পদে চাকরির সুযোগ।
কাজের ধরনঃ ব্যবসায়ীদের সাথে প্রতিদিনের ক্রিয়াকলাপ পরিচালনা করা, সমস্যা সমাধান, ডকুমেন্টেশন এবং ব্যবসায়ের কর্মক্ষমতা আলোচনা করা।
এক নজরেঃ
পদের নাম: | বিকাশে অফিসার, মার্চেন্ট ম্যানেজমেন্ট |
পদের সংখ্যা: | ৫টি |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিবিএ পাস |
কাজের অভিজ্ঞতাঃ | পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
প্রার্থীর বয়সসীমাঃ | ২৬ বছর |
বেতন ও সুযোগ সুবিধাঃ | বেতন আলোচনা সাপেক্ষে |
আবেদনের শেষ সময়ঃ | ৩০ মার্চ ২০২৩ |
আবেদনের মাধ্যমঃ | [button color=”red” size=”small” link=”https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1133914&fcatId=9&ln=1″ icon=”fa-envelope” target=”true” nofollow=”true”]Apply Now[/button] |
আবেদন করার যোগ্যতা : বিবিএ পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মার্চেন্ট অ্যাকুইজিশন, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ২৬ বছর। মাইক্রোসফট অফিস সুইট ও এক্সেল বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদনের সময়সীমাঃ শেষ সময় আগামী ৩০ মার্চ ২০২৩ পর্যন্ত।
কীভাবে আবেদন করবেনঃ আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এ লিংকে প্রবেশ করুন।