
তারাবির নামায পড়ার নিয়ম দোয়া ও মোনাজাতঃ আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক, আশা করি সবাই ভালো আছেন। ২৩ মার্চ ২০২৩ থেকে শুরু হচ্ছে তারাবির নামায। অনেকেই তারাবির নামায পড়ার নিয়ম দোয়া ও মোনাজাত নিয়ে জানতে চেয়েছেন। আজকে তারাবির নামায কীভাবে পড়তে হয়, তারাবি নামাযের দোয়া ও মোনাজাত নিয়ে বিস্তারিত জানাবো।
তারাবি নামায কি?
রমযান মাসে ইশার নামাযের পর ইশার ওয়াক্তের মধ্যে যে বিশ রাকআত সুন্নাতে মুয়াক্কাদা পড়তে হয়, তাকে তারাবির নামায বলে। তারাবির নামায সুন্নাতে মুয়াক্কাদা। বিশ রাকআত তারাবির নামায পড়া সুন্নাতে মুয়াক্কাদা- আট রাকআত নয়। তারাবির নামায জামাআতের সাথে পড়া সুন্নাতে মুয়াক্কাদায়ে কেফায়া।
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ রোজার নিয়ত বাংলা উচ্চারণ ও অর্থ | রোজার নিয়ত করার নিয়ম[/box]
তারাবির নামায পড়ার নিয়ম
আমাদের বাংলাদেশে তারাবির নামায জামাতের সাথে পড়া হয়। এশার নামাযের পর ও বিতরের নামাযের পূর্বে তারাবির নামায পড়া হয়। দুই রাকআত করে এই নামায পড়া হয়। পুরুষরা জামাতে এই নামায আদায় করে থাকেন। আর মহিলারা নিজ বাসাতে তারাবির নাময আদায় করে থাকেন।
তারাবির নামায বিশ রাকআত শেষ হলে জামাতের সাথে তিন রাকআত বিতরের নামায আদায় করা হয়। তারাবির নামাযের বিশেষ কোন নিয়ম নেই। মনে মনে নিয়ত করলেই হয়। মুখে উচ্চারণ করতে হবে এমন কোন নিয়ম নেই। তারাবির নামায মুলত যারা কুরআন শরিফের সকল সূরা মুখস্ত জানেন তারা পরিয়ে থাকেন। অর্থাৎ কুরআনে হাফেযরা তারাবির নামাযে ইমামতি করে থাকেন।
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ রোজা নিয়ে ৮ টি প্রশ্ন-উত্তর যা সকলের জানা উচিত | মাহে রমজান[/box]
অনেক মসজিদে এক এর অধিক হাফেয নিয়োগ করা হয়ে থাকে। তারাবির নামাযে প্রতি চার রাকআত পর পর একটু বিশ্রাম নেওয়া হয়। এবং একটি মোনাজাত করা হয়।
তারাবি নামাযের দোয়া
তারাবির নামায যেহেতু ২০ রাকাত তাই প্রতি চার রাকআত তারাবি নামাযের পর একটু বিশ্রাম নেওয়া হয়। তখন একটি বিশেষ দোয়া পড়া হয়। এই দোয়াটি আমাদের দেশে সুবহানাযিল মুল্কি ওয়াল মালাকূতি… নামে পরিচিত।
তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
তারাবির নামাযে প্রতি চার রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয় তা বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেওয়া হলঃ
উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ইয্যাতি, ওয়াল আয্মাতি, ওয়াল হাইবাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুব্হানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়াানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
তারাবির নামাজের মোনাজাত
মোনাজাত অর্থ হল আল্লাহর কাছে প্রার্থনা করা। মোনাজাত করাও একটি ইবাদাত। যে বেক্তি আল্লাহ্র কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। রমজান মাস যেহেতু ক্ষমা পাওয়ার মাস, সুতরাং এই মাসে বেশি বেশি মোনাজাত করা উচিত।
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ দোয়া কবুলের ২০ টি উত্তম সময়[/box]
আমাদের দেশে তারাবির নামাযের জন্য একটি প্রসিদ্ধ ও প্রচলিত একটি দোয়া রয়েছে।
তারাবির নামাজের মোনাজাত বাংলা উচ্চারণঃ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
তারাবির নামায পড়ার নিয়ম । তারাবি নামাযের দোয়া ও মোনাজাত লিখাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। লিখাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
[divider style=”solid” top=”20″ bottom=”20″]
Tag: তারাবি নামাযের দোয়া, তারাবির দোয়া, তারাবি নামাযের মোনাজাত, তারাবি নামাযের নিয়ম, তারাবি নামাযের নিয়ত, তারাবি নামাযের দোয়া বাংল উচ্চারণ, তারাবির নামায কত রাকাত