বাংলা ভাষায় এমন অনেক শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ একই কিন্তু বানান ভিন্ন। কথাবার্তা বা মনের ভাব প্রকাশের সময় বানানের বিষয়টি না থাকলেও লিখার সময় আমরা অনেকেই বিশেষ সতর্ক থাকি বানানের দিকে। তেমনি দুইটি শব্দ হলো – “কিভাবে” ও “কীভাবে” আসুন জেনে নেই কোনটি সঠিক।
“কিভাবে” নাকি “কীভাবে”
প্রথমত, “কিভাবে” বাংলা অভিধানের কোন শব্দ নয়। সেই অর্থে “কিভাবে” শব্দটি শুদ্ধ নয়। সুতরাং “কীভাবে” শব্দটি শুদ্ধ। এবং এটি ব্যবহার করাই যথার্থ।
দ্বিতীয়ত, যে সকল প্রশ্নের উত্তর ‘হাঁ’ বা ‘না’ শব্দের মাধ্যমেও কিংবা কেবল অঙ্গভঙ্গির মাধ্যমেও সন্তোষজনকভাবে দেওয়া যায় সে সকল প্রশ্নবোধক বাক্যে ‘কি’ লিখতে হয়। যে সকল প্রশ্নের উত্তর ‘হাঁ বা ‘না‘ দিয়ে কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে সন্তোষজনকভাবে দেওয়া সম্ভব নয় সে সকল প্রশ্নবোধক বাক্যে ‘কী’ লিখতে হয়। এখানে “কিভাবে” বা “কীভাবে” শব্দযুক্ত প্রশ্নসূচক বাক্যের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ শব্দে কিংবা অঙ্গভঙ্গিতে দেওয়া যায় না। সেই দিক বিবেচনা করলে “কীভাবে” শব্দটি ব্যবহার করাই যথার্থ।
আবার অনেকেই মনে করেন, কি এর পর ক্রিয়া বা কাজ অর্থ বুঝালে ক-ই কার হবে। যেমনঃ কি খাবেন?, কি করেন?
কী এর পর যদি বিশেষণ বা বিশেষ্য থাকে তাহলে ক-ঈ কার হবে। যেমনঃ কী সুন্দর, কী সাহেব?
শেষ কথা, “কিভাবে” ও “কীভাবে” কোনটি সঠিক বলা মুশকিল। কারণ মতভেদে অনেক যুক্তি রয়েছে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ “কীভাবে” শব্দটি ব্যবহারের মত দিয়েছেন।