ব্যাংক-বীমা বিষয়ক সাধারণ জ্ঞান
প্রশ্ন : বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি? উত্তর : ৫৯টি।
প্রশ্ন : সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক কোনটি? উত্তর : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
প্রশ্ন : বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত বিশেষায়িত ব্যাংক কতটি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : বর্তমানে দেশে তফসিল বহির্ভূত রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক কতটি?
উত্তর : ৪টি।
প্রশ্ন : দেশের ৫০তম বেসরকারি তফসিলি ব্যাংক
উত্তর : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
উত্তর : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
প্রশ্ন : দেশিয় মালিকানায় ৪১তম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি?
উত্তর : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
প্রশ্ন : বর্তমানে দেশে মােট বেসরকারি তফসিলি ব্যাংক কতটি?
উত্তর : ৫০টি।
প্রশ্ন : দেশীয় মালিকানায় মােট বেসরকারি তফসিলি ব্যাংক কতটি?
উত্তর : ৪১টি।
প্রশ্ন : বাংলাদেশ ডাক বিভাগের মােবাইল এ ব্যাংকিং সেবার নাম কী?
উত্তর : নগদ।
প্রশ্ন : তফসিলভুক্ত ব্যাংকসমূহের নগদ জমা সংরক্ষণ (CRR)-এর কত শতাংশ বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়?
উত্তর : ৫.৫%।
প্রশ্ন :রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লি বসানাের কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ৩০ নভেম্বর ২০১৭।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংক NPSB’র মাধ্যমে Internet Banking Fund Transfer (IBFT) উদ্বোধন করে কবে?
উত্তর :২ নভেম্বর ২০১৭।
প্রশ্ন : বর্তমানে দেশে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
উত্তর : ৩৪টি।
প্রশ্ন : প্রবাসী বাংলাদেশিদের জন্য সরাসরি মােবাইল ফোনে রেমিট্যান্স পাঠানাের সেবা চালু হয় কবে?
উত্তর : ১৭ এপ্রিল ২০১৬।
প্রশ্ন : বর্তমানে দেশে ব্যাংক রেট কত?
উত্তর : ৫%।
প্রশ্ন : প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
উত্তর : ব্যাংক এশিয়া।