ফেসবুককে ছাড়িয়ে এক বছরে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ এখন টিকটক। ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির ২০২০ সালের তথ্য বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। তালিকার শীর্ষ পাঁচের বাকি চারটি অ্যাপই ফেসবুকের মালিকানাধীন।
এছাড়া শীর্ষ পাঁচে ফেসবুক মালিকানাধীন অ্যাপগুলোর বাইরে টিকটকই একমাত্র অ্যাপ হিসেবে অবস্থান করে নিয়েছে। তালিকার দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে ফেসবুক অ্যাপ, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম এবং ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ।
এর আগে ২০২০ সালেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের শিকার হয়েছিল ‘টিকটক’। অ্যাপটির ব্যবহারকারীদের তথ্য চীনা সরকার নিতে পারে অভিযোগ তুলে এটিকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছিলেন তিনি।
গত সপ্তাহে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরিজের মতো সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। টিকটকের স্টোরিজেও যথারীতি কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর আপনা–আপনি মুছে যাবে।
এর আগে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ভিডিও দেখামাত্র মুছে যাওয়ার সুবিধা আনে ফেসবুকের মালিকানাধীন বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্মটি।