বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি-সমমান পরীক্ষা শুরু হতে আরও এক মাস সময় লাগতে পারে। এখন পর্যন্ত ঈদুল আজহার পর জুলাইয়ের শেষ সপ্তাহ বিবেচনা করা হচ্ছে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী রয়েছে। |
সারা মাস বন্যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা বা ঈদের ছুটি শুরু হয়েছে। সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী রয়েছে।
এ পরীক্ষার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর দুটি পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের দূরত্ব প্রয়োজন বলে জানিয়েছে। ফল তৈরির পাশাপাশি পরীক্ষা দিতেও তাদের এই সময় প্রয়োজন। সে হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে।
এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা কবে নেওয়া হবে-সেই সিদ্ধান্ত জানানোর সময় এখনো আসেনি। কেননা, এখনও দেশের বিভিন্ন জেলায় বন্যা চলছে। কবে নাগাদ পানি নেমে যাবে সেটাও বলা যাচ্ছে না।
তাছাড়া পানি নেমে গেলে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার, মেরামত ও নির্মাণের প্রয়োজন দেখা দিতে পারে। এরমধ্যে ঈদুল আজহার ছুটি আছে। সবমিলে ঈদের পরেই এই পরীক্ষা নেওয়ার চিন্তা আছে। আর এসএসসি পেছালে এইচএসসিও পেছাবে। কেননা, উভয় পরীক্ষার মধ্যে দুই মাসের পার্থক্য প্রয়োজন হয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।