by iStockphoto |
মহান আল্লাহপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদাত করার জন্য। আর ইবাদাতের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে দু’আ। দু’আর করলে আল্লাহ্ খুশী হন। আজ আমরা পাঁচ শ্রেণীর মানুষের কথা জানবো যাদের দু’আ আল্লাহ্ ফিরিয়ে দেন না।
২। মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দু’আ আল্লাহ্ কবুল করেন। যে ব্যক্তি অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত ও অত্যাচারিত হয় তাদের দু’আ আল্লাহ্ ফিরিয়ে দেন না। আর মজলুম ব্যক্তি কখনই ভালো দু’আ করে না বরং যার দ্বারা মজলুমের স্বীকার হয়েছে তার জন্য আল্লাহর নিকট বদ দু’আ করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের হাত দিয়ে যেন কেউ অত্যাচারিত না হয়।
৩। বাবা-মা যদি তাদের সন্তানদের জন্য দু’আ করেন তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
৪। যদি কোন নেককার, নামাজি, দীনদার সন্তান তার মৃত বাবা-মায়ের জন্য দ’আ করে তাহলে তা আল্লাহর নিকট কবুল হয়ে যায়। তিরমিযি একটি হাদিসে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন – “যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা দরজা খোলা থাকে। তার মধ্যে একটি হল নেককার সন্তানের দ’আ”
৫। এমন ব্যক্তি যারা নেক আমল করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন যে তাদের দ্বারা খারাপ আমল করা সচরাচর হয় না। এমন ব্যক্তির দ’আ আল্লাহ্ কবুল করেন।
হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন – “নিশ্চয়ই আল্লাহর বান্দার মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যারা দু’আ করার সাথে সাথেই তা কবুল হয়ে যায়।”