২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের “পৌরনীতি ও নাগরিকতা” পাঠ্য বইয়ের দ্বিতীয় “নাগরিক ও নাগরিকতা” অধ্যায় থেকে একাদশ সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আজ নাগরিকের ধারণা উত্তরটি নিয়ে হাজির হয়েছি।
নাগরিকের ধারণা
অধিবাসী হলো একটি নগরের প্রাণ। আর নগরের বসবাসরত অধিবাসীদের বলা হয় নাগরিক। কিন্তু পৌরনীতির ভাষায় সকল অধিবাসী নাগরিক নয়। তাই নাগরিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত।
নাগরিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো “Citizen” রাষ্ট্রবিজ্ঞানীরা নাগরিককে বিভিন্ন দিক থেকে সংজ্ঞায়িত করেছেন। এরিস্টটল বলেনঃ “নগরের শাসনকার্যে যে সকল অধিবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কেবল তারাই নাগরিক।” সময়ের বিবর্তনে নগর বৃদ্ধি পেয়ে একটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। বর্তমান আধুনিক রাষ্ট্র আয়তনে ও জনসংখায় অনেক বড়। ফলে সকল অধিবাসী নগরের শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে না। তাই বলে তারা যে নাগরিক নয় এমনটা ভাবার কোন অবকাশ নেই। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কির মতে “কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সুযােগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলে।” অন্যদিকে তিনি বলেন “সর্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির লব্ধ বিচারবুদ্ধির প্রয়ােগই নাগরিকতা”।
সাধারণত একটি রাষ্ট্রের সকল অধিবাসীই নাগরিক। তবে নাগরিক হবার জন্য অতীতে যেমন নানাবিধ শর্ত ছিল বর্তমানেও কিছু কিছু শর্ত রয়েছে। প্রত্যেকেরই মৌলিক ও কিছু মানবাধিকার থাকে, যা কেবল একটি রাষ্ট্রের নাগরিক হলেই ভােগ করা সম্ভব। একজন নাগরিক যখন নিজেকে একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে দাবি করে তখন তার নাগরিকতা প্রকাশ পায়। এর মধ্য দিয়ে রাষ্ট্র প্রদত্ত সুযােগ-সুবিধা ভােগ করে ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে থাকে রাষ্ট্রের মাধ্যমেই নাগরিকতার প্রকাশ ।