Uncategorized

Class Seven 6th Week | Agricultural Science | কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১

Daraz cupon Code

Class Seven 6th Week | Agricultural Science | কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১
৭ম শ্রেণি ষষ্ঠ সপ্তাহ কৃষি শিক্ষা


Class Seven 6th Week | Agricultural Science | কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১

সম্পর্কিত টপিক

প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। আজ ৬ষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর কৃষি শিক্ষা এর  নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি।  সর্বপ্রথমে চলো দেখে নেয়া যাক কৃষি শিক্ষা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টএ  কি কি থাকছে।

তোমাদের কৃষি শিক্ষা পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি  থেকে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।

নির্ধারিত কাজ

Class Seven 6th Week | Agricultural Science | কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১

সখীপুর গ্রামের সবুজ বাড়ির উত্তর পাশের ঢালু জমিতে সবজি চাষ করেছেন। দক্ষিণ পাশের জমিতে একটি পেঁপে বাগান করেছেন। এছাড়া তিনি বাড়ির সামনে একটি বীজতলা তৈরি করেছেন। উপরােক্ত তথ্যের আলােকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।
১। বি.আই.পি, সি.আই.পি, কে.আই.পি, এম.আই.পি ও জি.কে প্রজেক্ট-এর পূর্ণরূপ লিখ।
২। সবুজ ঢালু জমিতে, ফলবাগানে ও বীজতলায় কোন কোন পদ্ধতিতে পানি সেচ দিবে?
৩। তােমার লেখা পদ্ধতিগুলাের কমপক্ষে একটি করে সুবিধা লেখ।
৪। পানির অপচয় রােধে কোন সেচ পদ্ধতিটি অধিক কার্যকর- তােমার মতামত দাও

নমুনা উত্তর

১। বি.আই.পি – বরিশাল সেচ প্রকল্প।
সি.আই.পি – চাঁদপুর সেচ প্রকল্প ।
কে.আই.পি – কর্ণফুলী সেচ প্রকল্প ।
এম.আই.পি – মুহুরী সেচ প্রকল্প ।
জি.কে প্রজেক্ট – গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প ।

২। সবুজ ঢালু জমিতে, ফলবাগানে ও বীজতলায় কোন কোন পদ্ধতিতে পানি সেচ দিবে?

সবুজ ঢালু জমিতে সেচ পদ্ধতিঃ সবুজ ঢালু জমিতে প্লাবন সেচ পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এ পদ্ধতিতে সমতল জমিতে খাল, বিল বা পুকুর হতে আসা পানি দিয়ে প্রধান নালার সাহায্যে সেচ দেওয়া হয়। সেচের পানি যাতে আশেপাশের জমিতে যেতে না পারে সেজন্য জমির চারদিকে আইল বাঁধতে হয়।

ফলবাগানে সেচ পদ্ধতিঃ ফলবাগানে বৃত্তাকার পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এই সেচ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেখানেই পানি সরবরাহ করা হয়। সাধারণত বহুবর্ষজীবী ফল গাছের গোড়ায় পদ্ধতিতে সেচ দেওয়া হয়। ফল বাগান এর মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয়। অতঃপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযোগ দেয়া হয়।

বীজতলায় সেচ পদ্ধতিঃ বীজতলায় ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া হয়।  ফসলের জমিতে বৃষ্টির মতো পানি সেচ দেওয়াকে ফোয়ারা সেচ বলে। শাকসবজির ক্ষেতে এই পদ্ধতিতে সেচ দেওয়া হয়। আমাদের দেশে বীজতলায় কিংবা চারা গাছে ঝাঁঝরি দিয়ে যে সেচ দেওয়া হয় তাও ফোয়ারা সেচ।

৩। প্লাবন সেচ পদ্ধতির সুবিধাঃ

  • রোপা ফসল বা শস্য ছিটিয়ে বোনা জমিতে প্লাবন সেচ কার্যকর হয়।
  • শ্রম ও সময় উভয়ই কম লাগে।
  • জমির মধ্যে নালার দরকার হয় না।
বৃত্তাকার সেচ পদ্ধতির সুবিধাঃ

  • পানির অপচয় হয় না।
  • পানি নিয়ন্ত্রণ সহজ হয়।
ফোয়ারা সেচ পদ্ধতির সুবিধাঃ
  • সবজির পাতায়, কান্ডে আলাদাভাবে পানি পৌঁছায়।
৪। পানির অপচয় রােধে কোন সেচ পদ্ধতিটি অধিক কার্যকর- তােমার মতামত দাও

এই সেচ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেখানেই পানি সরবরাহ করা হয়। সাধারণত বহুবর্ষজীবী ফল গাছের গোড়ায় পদ্ধতিতে সেচ দেওয়া হয়। ফল বাগান এর মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয়। অতঃপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযোগ দেয়া হয়। বৃত্তাকার সেচের সুবিধা হলোঃ
ক) পানির অপচয় হয় না।
খ) পানি নিয়ন্ত্রণ সহজ হয়।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

  1. sir আপনার assignment এর কিছু জায়গায় বানান ভুল হয়েছে যেমন ২ নং প্রশ্নে নালার জায়গায় আলো লিখেছেন তারপর ক্ষেতে জায়গায় খেতে লিখেছেন এর আগেও অনেক assignment উত্তরে কিছু জায়গায় বানান ভুল হয়েছিল আশা করি আপনি আন্তরিকতার সাথে বিষয় টি দেখবেন

মন্তব্য করুন

Back to top button