Uncategorized

‘মাদক ব্যবসা চলছে অবাধে’ শিরােনামে একটি প্রতিবেদন

Daraz cupon Code
‘মাদক ব্যবসা চলছে অবাধে’ শিরােনামে একটি প্রতিবেদন
‘মাদক ব্যবসা চলছে অবাধে’ শিরােনামে একটি প্রতিবেদন

 মনে কর, তােমার নাম ইকবাল হােসেন। তােমার এলাকায় ‘মাদক ব্যবসা চলছে অবাধে’ শিরােনামে একটি প্রতিবেদন তৈরি কর।

সম্পর্কিত টপিক

নাটোরে মাদক ব্যবসা চলছে অবাধে

নিজস্ব সংবাদদাতা : ইকবাল হােসেন, নাটোর।

নাটোরে সম্প্রতি অবাধে চলছে মাদক ব্যবসায়। মাদকসেবীরা ছিনতাই ও চুরিতে সর্বস্বান্ত করছে শহরসহ এলাকাবাসীকে। সাম্প্রতিক সময়ে সর্বত্রই ফেনসিডিল, হেরােইন, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা অবাধে চলছে। স্থানীয় লােকজনের অভিযোেগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যােগসাজশে প্রকাশ্য দিবালােকেই চলছে এ ব্যবসায়। এটি নিয়ন্ত্রণ করছে গুটিকয়েক গডফাদার। অনুসন্ধানে জানা গেছে, জেলা শহরে উঠতি বয়সের তরুণদের একটি বিরাট অংশ নেশার জগতে পা দিয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। অনেক অভিভাবক তার মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিতে কুণ্ঠবােধ করছেন না। শহরের বিভিন্ন বস্তিতে প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় বিক্রি হয় গাঁজা ও হেরােইনসহ জীবনঘাতী বিভিন্ন মাদকদ্রব্য।

নাটোর শহরের প্রাণকেন্দ্রে ফেনসিডিল বিক্রির কথা সবার জানা থাকলেও এ কাজে বাধা দেওয়ার কেউ নেই। সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা গেছে সীমান্ত দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদকদ্রব্য দেশে অনুপ্রবেশ করে। এসব অবৈধ মাল, প্রথমে সীমান্তবর্তী এলাকার কয়েকটি চিহ্নিত স্থানে গুদামজাত করা হয়, পরে সুযােগ বুঝে তা বাজারে ছাড়া হয়। মাঝে মাঝে কর্তৃপক্ষ লােক দেখানাে কিছু অভিযান চালালেও আসলে তা যথার্থ নয়। ঐসব অভিযানে ১০০-১৫০ বােতল ফেনসিডিল উদ্ধার করে চালান দেওয়া হয় ভাড়াটিয়াদের। কিন্তু গডফাদাররা থাকে ধরাছোঁয়ার বাইরেই। পত্রিকায় প্রায়শই জেলার মাদক ব্যবসায়ের পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশিত হলেও এতে সংশ্লিষ্ট সরকারি এজেন্সিগুলাের মাসােহারা বাড়ানাের সুবিধা হয় মাত্র। নাটোর জেলায় বর্তমানে অস্বাভাবিকভাবে চাঁদাবাজি, ডাকাতি, ছিচকে চুরি ও অন্যান্য অপরাধ চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের পশ্চাতে মূলত মাদকদ্রব্যই দায়ী। নেশার টাকা জোগাড় করতে অনেক ভালাে পরিবারের সন্তানরাও চাঁদাবাজি, চুরিচামারিতে লিপ্ত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, অবিলম্বে এ পরিস্থিতি সামাল দেওয়া না গেলে সামাজিক অবস্থার মারাত্মক বিপর্যয় ঘটবে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Uncategorized

শক্তির নিত্যতার সূত্রটি একটু ব্যাখ্যা করবেন?

Daraz cupon Code

 শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মােট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। অর্থাৎ শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তখন শক্তির কোনাে ক্ষয় হয় না বা সৃষ্টি হয় না। এক বস্তু যে পরিমাণ শক্তি হারায় অপর বস্তু ঠিক সে পরিমাণ শক্তি লাভ করে। এটি শক্তির নিত্যতা সূত্র।

সম্পর্কিত টপিক

 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Uncategorized

পরীক্ষা হবেই, তা যত ছোট হোক তবুও অটোপাস নয় : শিক্ষামন্ত্রণালয়

Daraz cupon Code

 পাঁচ-ছয় মাস পিছিয়ে হলেও এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলো নেয়া হবে তবু অটোপাস দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড ও আন্ত: বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন,  ছোটখাটো পরীক্ষা হলেও পরীক্ষা হবে। গত বছর পুরো সিলোবাস শেষ করেছিল পরীক্ষার্থীরা। করোনার কারণে পরীক্ষা না নিয়ে আগের দুই পরীক্ষার ফলের ভিত্তিতে মুল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিলো। কিন্তু এবার শিক্ষার্থীরা পড়তেই পারেনি। তাই তাদেরকে অটোপাস দেয়ার সুযোগ নেই। 

পরীক্ষা হবেই, তা যত ছোট হোক তবুও অটোপাস নয় : শিক্ষামন্ত্রণালয়

সম্পর্কিত টপিক

এদিকে  কয়েকটি গণমাধ্যমে অটোপাসের আলোচনা ও প্রতিবেদন প্রকাশ করায় আবারো  অটোপাস সামনে চলে এসেছে। তবে, শিক্ষামন্ত্রণালয় ও বোর্ডগুলোর সাফ কথা পরীক্ষা হবেই, তা যত ছোট হোক। অথবা বিকল্প কোনো পদ্ধতিতে। কিন্তু বিকল্প কি তা খোলাসা করেননি শিক্ষামন্ত্রী বা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। 

গতকাল ১৩ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে।তোমাদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি।

দীপু মনি আরও বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেয়ার। যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। এজন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি। টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button