কৃষি কাজ করতে যে সকল যন্ত্রপাতি ব্যাবহার করা হয়
কৃষি কাজ করতে মূলত হস্ত চালিত ও শক্তি চালিত যন্ত্রপাতি ব্যাবহার করা হয় । নিচে কৃষি কাজের ধরন অনুযায়ী কয়েকটি কৃষি যন্ত্রপাতির নাম ছক আকারে দেওয়া হলঃ
কাজের ধরন | যন্ত্রপাতি |
---|---|
জমি চাষ | পাওয়ার টিলার, বারি লাঙ্গল, মোল্ড বোর্ড লাঙ্গল। |
বীজ বপন | বারি বীজ বপন যন্ত্র |
ঔষধ ছিটানো | ন্যাপস্যাক স্প্রেয়ার |
ফসলের মাঠে সেচ | বারি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প |
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আমি আপনাদের সবগুলো এসাইনমেন্ট ফলো আপ করছি। ধন্যবাদ❤