জন্মদিন
রেদোয়ান মাসুদ
এসেছে জন্মদিন এক বছর পরে,
তোমার কথা পড়লে মনে খুশিতে মন ভরে।
একটি একটি করে কতটি বছর দিলে পাড় করে,
এভাবে হাজার বছর বেঁচে থেকো আমাদের মাঝে।
দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে
হাসি মুখে গ্রহণ করো হৃদয়ের তরে।
[post_ads]