Uncategorized

“হিসাব বিজ্ঞান” এসএসসি ২০২১ । ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর

Daraz cupon Code

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের “হিসাব বিজ্ঞান” ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর নিয়ে হাজির হয়েছি। যারা এসএসসি পরীক্ষার্থী তাদের উপকারে আসবে এই আশা রাখছি।

"হিসাব বিজ্ঞান" এসএসসি ২০২১ । ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর

সম্পর্কিত টপিক

নির্ধারিত কাজ

"হিসাব বিজ্ঞান" এসএসসি ২০২১ । ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর

নমুনা উত্তর

অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন বলে। কাজেই লেনদেন হল এক প্রকারের অর্থ বা সেবার গ্রহণ ও প্রদান। হিসাববিজ্ঞানের ভাষায় প্রতিটি লেদেনই একটি ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়।

  (ক) লেনদেনের বৈশিষ্ট্য

লেনদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন:

  • অর্থের অঙ্কে পরিমাপযোগ্যঃ  লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হল তা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অন্যথায় ঘটনাটিকে লেনদেন বলা যাবে না। 
  • আর্থিক অবস্থার পরিবর্তনঃ প্রতিটি লেনদেনের প্রভাবে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। যদি তা না হয়লে তাহলে তা লেনদেন নয়।
  • দ্বৈত সত্তাঃ প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে ও ওপর পক্ষ সুবিধা প্রদান করবে। 
  • স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্রঃ প্রতিটি লেনদেন একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা। 
  • দৃশ্যমানতাঃ লেনদেন দৃশ্যমান ও অদৃশ্য উভয়ই হতে পারে।
  • হিসাব সমীকরণে প্রভাবঃ প্রতিটি লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপাদানের অর্থাৎ “সম্পদ = দায় + মালিকানা স্বত্ব” পরিবর্তন সাধিত হয়।
(খ) লেনদেন কারণসহ ব্যাখ্যাঃ
প্রশ্নে উল্লেখিত ঘটনা থেকে ৪টি লেনদেন কারণসহন ব্যাখ্যা করা হলঃ

  • মালিক নগদ ২০,০০০ টাকা ও ৩৫,০০০ টাকা আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করল।
  • ভাড়া পরিশোধ ৮,০০০ টাকা।
  • রাদিফ এন্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় ৭,০০০ টাকা।
  • পাওনাদারকে পরিশোধ ৭,০০০ টাকা।
নং
লেনদেন কিনা
কারণ ব্যাখ্যা
লেনদেন
নগদ অর্থ ও আসবাবপত্র প্রতিষ্ঠানের মূলধন ও সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 
২ 
লেনদেন
ভাড়া পরিশোধের ফলে ব্যবসায়ের নগদ অর্থ  হ্রাস পেয়েছে এবং ব্যবসায়ের খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 
লেনদেন
ধারে পণ্য ক্রয়ের ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 
লেনদেন
পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের নগদ অর্থ ও দায় উভয়ই হ্রাস পেয়েছে , ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে।

(গ) হিসাবসমীকরণে প্রভাবঃ

লেনদেনগুলো হিসাবসমীকরণে প্রভাব প্রদর্শন করা হলঃ


(ঘ) লেনদেনের চালানঃ 
প্রশ্নে উল্লেখিত ২০ জুন ২০২০ এর লেনদেনটির উপর ভিত্তি করে একটি চালান প্রস্তুত করা হলঃ


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button