Paragraphs
Trending

Cultural Week | Paragraph | বাংলা অর্থসহ (PDF)

5/5 - (1 vote)

Cultural Week Paragraph: A cultural week was held in Rajshahi Government High School on 21 May to 28 May 2022. There were three events. They were debate competitions, open speech competitions, different song competitions and dance competitions. The education minister declared the opening of the cultural week. The headteacher of the school presided over the function. The member of the parliament was invited as a special guest. The district commissioner was also invited as a special guest in the cultural function. The function was started on 22 May 20– at 11.00 am in the school auditorium. It was divided into three seasons. The opening season was a debate competition. The second season was an open speech and song competition. And the third season was a dance competition. The different students competed in different items. On the last day, the prize-giving ceremony was held. The prize-distributing season was started after the speech of the chief guest, special guests and the headteacher of the school. The winners of different events received the prize from the chief guest. Saleh Rahman, a student of the science group received the prize of the championship.

Cultural Week Paragraph বাংলা অর্থঃ ২২ মে থেকে ২৮ মে ২০২২ পর্যন্ত রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়। তিনটি অনুষ্ঠান ছিল। সেগুলো ছিল বিতর্ক প্রতিযোগিতা, উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা, বিভিন্ন গানের প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা। সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সংসদ সদস্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসককেও আমন্ত্রণ জানানো হয়। ২২ মে ২০২২ সকাল ১১ টায় স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। এটি তিনটি পর্বে বিভক্ত ছিল। উদ্বোধনী পর্বে ছিল বিতর্ক প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে ছিল উন্মুক্ত বক্তৃতা ও গানের প্রতিযোগিতা। আর তৃতীয় পর্বে ছিল নাচের প্রতিযোগিতা। বিভিন্ন আইটেমে বিভিন্ন শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। শেষ দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্যের পর পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞান গ্রুপের ছাত্র সালেহ রহমান চ্যাম্পিয়নশিপের পুরস্কার পেয়েছেন।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button