বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৬ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

Rate this post

২০১৬ সালে অনুষ্ঠিত ৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) প্রশ্নপত্র ও উত্তর। আশা করছি তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে।

৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ২০১৬ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর
৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৬ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্নপত্র ও সমাধান

১. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক) দ্রাবিড়
খ) নেগ্রিটো
গ) ভোটচীন
ঘ) অস্ট্রিক
উত্তরঃ অস্ট্রিক

২. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
ক) পুণ্ড্র
খ) তাম্রলিপ্ত
গ) গৌড়
ঘ) হরিকেল
উত্তরঃ পুণ্ড্র

৩. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
ক) আলমগীরনামা
খ) আইন-ই-আকবরী
গ) আকবরনামা
ঘ) তুজুক-ই-আকবরী
উত্তরঃ আইন-ই-আকবরী

৪. ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন :
ক) শাহ সুজা
খ) শায়েস্তা খান
গ) মীর জুমলা
ঘ) সুবেদার ইসলাম খান
উত্তরঃ শায়েস্তা খান

৫. বাংলার ‘ ছিয়াত্তরের মন্বন্তর’ –এর সময় কাল :
ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
খ) ১৭৬০ খ্রিস্টাব্দ
গ) ১৭৬৫ খ্রিস্টাব্দ
ঘ) ১৭৫৬ খ্রিস্টাব্দ
উত্তরঃ ১৭৭০ খ্রিস্টাব্দ

৬. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক) ৩১ জানুয়ারি ১৯৫২
খ) ২ফেব্রুয়ারি ১৯৫২
গ) ১৮ফেব্রুয়ারি ১৯৫২
ঘ) ২০ জানুয়ারি ১৯৫২
উত্তরঃ ৩১ জানুয়ারি ১৯৫২

৭. ৬ দফা দাবি পেশ করা হয় :
ক) ১৯৭০ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬৬ সালে

৮. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো :
ক) ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
খ) পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
গ) প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন
ঘ) মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন
উত্তরঃ পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন

৯. ২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন —-
ক) বেতার/রেডিওর মাধ্যমে
খ) ওয়্যারলেসের মাধ্যমে
গ) টেলিগ্রামের মাধ্যমে
ঘ) টেলিভিশনের মাধ্যমে
উত্তরঃ ওয়্যারলেসের মাধ্যমে

১০. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় —-
ক) আষাঢ়-শ্রাবণ মাসে
খ) ভাদ্র -আশ্বিন মাসে
গ) অগ্রহায়ন -পৌষ মাসে
ঘ) মাঘ-ফাল্গুন
উত্তরঃ অগ্রহায়ন -পৌষ মাসে

১১. সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
ক) ৫০%
খ) ৫৮%
গ) ৬২%
ঘ) ৬৬%
উত্তরঃ ৬২%

১২. MDG-এর অন্যতম লক্ষ্য কি?
ক) দেশ থেকে পোলিও নির্মূল
খ) HIV / AIDS নির্মূল করা
গ) যক্ষ্মা নির্মূল করা
ঘ) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
উত্তরঃ ক্ষুধা ও দারিদ্র্য দূর করা

১৩. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ক) ১২ তম
খ) ১৩ তম
গ) ১৪ তম
ঘ) ১৫ তম
উত্তরঃ ১৫ তম

১৪. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
ক) এক কক্ষ
খ) দুই বা দ্বিকক্ষ
গ) তিন কক্ষ
ঘ) বহুকক্ষ বিশিষ্ট
উত্তরঃ এক কক্ষ

১৫. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
ক) ১৬২ টি
খ) ১১১ টি
গ) ৫১ টি
ঘ) ১০১ টি
উত্তরঃ ১১১ টি

১৬. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
ক) ১৯৭২ সাল
খ) ১৯৭৩ সাল
গ) ১৯৭৪ সাল
ঘ) ১৯৭৭ সাল
উত্তরঃ ১৯৭৪ সাল

১৭. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
ক) রাখাইন
খ) মারমা
গ) পাঙন
ঘ) খিয়াং
উত্তরঃ পাঙন

১৮. ঢাকার ‘ ধোলাই খাল’ কে খনন করেন?
ক) পরিবিবি
খ) ইসলাম খান
গ) শায়েস্তা খান
ঘ) ঈশা খান
উত্তরঃ ইসলাম খান

১৯. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
ক) ৯ মে ১৯৫৪
খ) ২২ ফেব্রুয়ারি ১৯৫৩
গ) ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬
ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৫২
উত্তরঃ ৯ মে ১৯৫৪

২০. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
ক) ২৫ মার্চ ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১৪ ডিসেম্বর ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১

২১. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) পূর্ব জার্মানি
গ) স্পেন
ঘ) গ্রিস
উত্তরঃ পূর্ব জার্মানি

২২. বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি?
ক) ১৭ টি
খ) ২০ টি
গ) ৬৪ টি
ঘ) ১৯ টি
উত্তরঃ ১৯ টি

২৩. ‘শুভলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) মৌলভীবাজার
ঘ) সিলেট
উত্তরঃ রাঙামাটি

২৪. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
ক) পুটিয়া, রাজশাহী
খ) নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
গ) লালপুর, নাটোর
ঘ) ঈশ্বরদী, পাবনা
উত্তরঃ লালপুর, নাটোর

২৫. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
ক) ১৭ জানুয়ারি ১৯৭২
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৭২
উত্তরঃ ১৭ জানুয়ারি ১৯৭২

২৬. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ক) প্রথম ১০ টি
খ) প্রথম ৪ টি
গ) প্রথম ৬ টি
ঘ) প্রথম ৫ টি
উত্তরঃ প্রথম ৪ টি

২৭. ECNEC –এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ক) অর্থমন্ত্রী
খ) প্রধানমন্ত্রী
গ) পরিকল্পনামন্ত্রী
ঘ) স্পীকার
উত্তরঃ প্রধানমন্ত্রী

২৮. ‘ অগ্নিশ্বর’ কি ফসলের উন্নত জাত?
ক) ধান
খ) কলা
গ) পাট
ঘ) গম
উত্তরঃ কলা

২৯. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
ক) যুদ্ধপরাধীদের বিচার
খ) সমুদ্রসীমা বিজয়
গ) বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ঘ) বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
উত্তরঃ যুদ্ধপরাধীদের বিচার

৩০. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘ শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
ক) ভিয়েতনাম সংকট
খ) সাইপ্রাস সংকট
গ) কোরিয়া সংকট
ঘ) প্যালেস্টাইন সংকট
উত্তরঃ কোরিয়া সংকট

৩১. সুয়েজ খাল কোন বছর চালু হয়?
ক) ১৯০৩
খ) ১৮৬৯
গ) ১৮৮৯
ঘ) ১৮৫৪
উত্তরঃ ১৮৬৯

৩২. নিম্নলিখিত কোনটি International Mother Earth day?
ক) ১৮ এপ্রিল
খ) ২০ এপ্রিল
গ) ২২ এপ্রিল
ঘ) ২৪ এপ্রিল
উত্তরঃ ২২ এপ্রিল

৩৩. প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
ক) ৯
খ) ১২
গ) ১৩
ঘ) ১৪
উত্তরঃ ১৪

৩৪. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ

৩৫. লাওসের (Laos) সরকারি নাম কি?
ক) Laos People’s Democratic Republic
খ) Republic of Laos
গ) Kingdom of Laos
ঘ) Democratic Republic of Laos
উত্তরঃ Laos People’s Democratic Republic

৩৬. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
ক) ভারত
খ) চীন
গ) মিয়ানমার
ঘ) আফগানিস্তান
উত্তরঃ চীন

৩৭. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (NUDP) –এর শীর্ষ পদটি কি ?
ক) প্রশাসক
খ) মহাপরিচালক
গ) মহাসচিব
ঘ) প্রেসিডেন্ট
উত্তরঃ প্রশাসক

৩৮. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
ক) ৮০ বিলিয়ন ডলার
খ) ১০০ বিলিয়ন ডলার
গ) ১৫০ বিলিয়ন ডলার
ঘ) ২০০ বিলিয়ন ডলার
উত্তরঃ ১০০ বিলিয়ন ডলার

৩৯. যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
ক) জুন ২০০১
খ) জুন ২০০০
গ) জুন ২০০২
ঘ) জুন ২০০৩
উত্তরঃ জুন ২০০২

৪০. আরব লীগ প্রতিষ্ঠা পায় —-
ক) ১৯৪৯
খ) ১৯৫০
গ) ১৯৪৫
ঘ) ১৯৪০
উত্তরঃ ১৯৪৫

৪১. Yalta Conference–এর একটি লক্ষ্য ছিল:
ক) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
খ) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
ঘ) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
উত্তরঃ জাতিসংঘ প্রতিষ্ঠা

৪২. বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা—
ক) ১২০
খ) ১৫
গ) ৭৭
ঘ) ২১
উত্তরঃ ১২০

৪৩. ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা —–
ক) লিও টলস্টয়
খ) ডেভিড রিকার্ডো
গ) কার্ল মার্কস
ঘ) জেন অস্টিন
উত্তরঃ লিও টলস্টয়

৪৪. আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :
ক) ভিয়েনা
খ) জেনেভা
গ) প্যারিস
ঘ) লন্ডন
উত্তরঃ জেনেভা

৪৫. IAEA -এর সদর দপ্তর হচ্ছে :
ক) জেনেভা
খ) ভিয়েনা
গ) ওয়াশিংটন
ঘ) প্যারিস
উত্তরঃ ভিয়েনা

৪৬. সার্ক প্রতিষ্ঠিত হয় :
ক) ১৯৮২
খ) ১৯৮৫
গ) ১৯৮৪
ঘ) ১৯৮৩
উত্তরঃ ১৯৮৫

৪৭. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪১
খ) ১৯৪৫
গ) ১৯৪৮
ঘ) ১৯৪৯
উত্তরঃ ১৯৪৫

৪৮. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
ক) মিশর
খ) ইরান
গ) ইরাক
ঘ) সিরিয়া
উত্তরঃ সিরিয়া

৪৯. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক) মেসিডোনিয়া
খ) আলজেরিয়া
গ) আলবেনিয়া
ঘ) ফ্রান্স
উত্তরঃ মেসিডোনিয়া

৫০. বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?
ক) ১৯৯৮ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০০ সালে
ঘ) ১৯৯৭ সালে
উত্তরঃ ১৯৯৮ সালে

৫১. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
ক) ৫১৩৮ কি.মি
খ) ৪৩৭১ কি.মি
গ) ৪১৫৬ কি.মি
ঘ) ৩৯৭৮ কি.মি
উত্তরঃ ৪১৫৬ কি.মি

৫২. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
ক) ১১.২ কি.মি
খ) ১২.২ কি.মি
গ) ১১.৮ কি.মি
ঘ) ১২.৮ কি.মি
উত্তরঃ ১১.৮ কি.মি

৫৩. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় —-
ক) পাগ-মার্ক
খ) ফুটমার্ক
গ) GIS
ঘ) কোয়ার্ডবেট
উত্তরঃ পাগ-মার্ক

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button