Uncategorized

ইতিহাসের আজকের দিনে (১৭ আগস্ট)

Rate this post

 

ইতিহাসের আজকের দিনে (১৭ আগস্ট)

আজ ১৭ আগস্ট। চলুন দেখে নেই আজকের দিনে কী কী ঘটনা ঘটেছে। 

ঘটনাবলী

  • ১৮৩৬ সালের ১৭ আগস্ট ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়।
  • ১৮১৫ সালের ১৭ আগস্ট ষাঁড় বহিষ্কারের জন্য কলকাতায় একটি আইন পাস করা হয়।
  • ১৯১০ সালের ১৭ আগস্ট কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৪৫ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯০১ সালের ১৭ আগস্ট বেঙ্গল থিয়েটারের নাম পরিবর্তন করে  অরোরা থিয়েটার রেখে তা পুনরায় চালু হয়।
  • ১৯৮৭ সালের ১৭ আগস্ট বৃটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করে।
  • ২০০৬ সালের ১৭ আগস্ট পাবনায় বন্দুক যুদ্ধে ১০ জন নিহত হয়েছিল।
  • ১৯৮৮ সালের ১৭ আগস্ট পাকিস্তানের সামরিক শাসক জেনালের জিয়াউল হক এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফের বিমান দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৯৯ সালের ১৭ আগস্ট  তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়েছিল।
  • ২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩টি জেলার ৩০০টি স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
জন্ম
  • ১৯৭২ সালের ১৭ আগস্ট হাবিবুল বাশার সুমন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জন্ম গ্রহণ করেন।
  •  ১৯৪০ সালের ১৭ আগস্ট বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী ঝর্ণা বসাক জন্ম গ্রহণ করেন। তবে শবনম নামে তিনি সকলের কাছে পরিচিত।
  • ১৯৩২ সালের ১৭ আগস্ট মুর্তজা বশীর জন্ম গ্রহণ করেন (মৃ. ২০২০)। তিনি একুশে পদক প্রাপ্ত, বাংলাদেশী চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তার পিতা ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
মৃত্যু
  • আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • ২০০৬ সালের ১৭ আগস্ট বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ আনোয়ার পারভেজ মৃত্যুবরণ করেন।
  • ২০২০ ১৭ আগস্ট  পণ্ডিত যশরাজ প্রয়াত হন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের মেওয়াতী বা যোধপুর ঘরানার একজন ভারতীয় কণ্ঠশিল্পী ছিলেন। 
  • ১৯৬৯ সালের ১৭ আগস্ট নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী অটো ষ্টের্ন মৃত্যুবরণ করেন।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Back to top button