বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান MCQ পর্ব ১৩ || বিসিএস প্রস্তুতি|| Bengali General Knowledge
প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিসিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছ তারা নিশ্চয়ই জেনে থাকবে বাংলা সাধারণ জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সেই গুরুত্বকে মাথায় রেখে আজকে হাজির হলাম সাধারণ জ্ঞান MCQ পর্ব ১৩ নিয়ে। আমরা নিয়মিত সাধারণ জ্ঞান ও মক টেস্ট বিষয়ক পোষ্ট দিয়ে থাকি। তাই নিয়মিত উপডেট পেতে নিচের লিংকটি বুকমার্ক করে রাখো।
‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-
(ক) পাহাড়ের পাদদেশে
(খ) নদীর উৎপত্তিস্থলে
(গ ) নদীর নিম্ন অববাহিকায়
(ঘ ) নদী মোহনায়
উত্তরঃ (ক) পাহাড়ের পাদদেশে
(ক) পাহাড়ের পাদদেশে
(খ) নদীর উৎপত্তিস্থলে
(গ ) নদীর নিম্ন অববাহিকায়
(ঘ ) নদী মোহনায়
উত্তরঃ (ক) পাহাড়ের পাদদেশে
“সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০” হচ্ছে একটি-
(ক) জাপানের উন্নয়ন কৌশল
(খ) সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
(গ ) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
(ঘ ) ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তরঃ (গ) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা-
(ক) রাজশাহী
(খ) দিনাজপুর
(গ ) খুলনা
(ঘ ) চট্টগ্রাম
উত্তরঃ (ঘ) চট্টগ্রাম
নিচের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
(ক) আকবর
(খ) বাবর
(গ ) শাহজাহান
(ঘ ) হুমায়ুন
উত্তরঃ (খ) বাবর
ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের-
(ক) ফেব্রুয়ারিতে
(খ) মে মাসে
(গ ) জুলাই মাসে
(ঘ ) আগস্টে
উত্তরঃ (ক) ফেব্রুয়ারিতে
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনবার্সন মন্ত্রী কে ছিলেন?
(ক) ক্যাপ্টেন এম মনসুর আলী
(খ) তাজউদ্দীন আহমদ
(গ ) এ. এইচ. এম কামারুজ্জামান
(ঘ ) খন্দকার মোশতাক আহমদ
উত্তরঃ (গ) এ. এইচ. এম কামারুজ্জামান
কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
(ক) দ্বি-জাতি তত্ত্ব
(খ) সামাজিক চেতনা
(গ ) অসাম্প্রদায়িকতা
(ঘ ) বাঙ্গালী জাতীয়তাবাদ
উত্তরঃ (ঘ) বাঙ্গালী জাতীয়তাবাদ
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
(ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
(খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(গ ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
(ঘ ) নবাব স্যার সলিমুল্লাহ
উত্তরঃ (ঘ) নবাব স্যার সলিমুল্লাহ
জুম চাষ হয়
(ক) বরিশালে
(খ) ময়মনসিংহে
(গ ) খাগড়াছড়িতে
(ঘ ) দিনাজপুরে
উত্তরঃ (গ) খাগড়াছড়িতে
চাকমা জনগোষ্ঠীর লোকসংখা সর্বাধিক
(ক) রাঙ্গামাটি জেলায়
(খ) খাগড়াছড়ি জেলায়
(গ ) বান্দরবান জেলায়
(ঘ ) সিলেট জেলায়
উত্তরঃ (ক) রাঙ্গামাটি জেলায়
বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়-
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৭২ সালে
(গ ) ১৯৭৩ সালে
(ঘ ) ১৯৭৪ সালে
উত্তরঃ (ঘ) ১৯৭৪ সালে
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান–
(ক) নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
(খ) অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
(গ ) ক্রমহ্রাসমান
(ঘ ) অপরিবর্তিত থাকছে
উত্তরঃ (গ) ক্রমহ্রাসমান
বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক –
(ক) বাংলাদেশ কৃষি ব্যাংক
(খ) সোনালী ব্যাংক
(গ ) অগ্রণী ব্যাংক
(ঘ ) রূপালী ব্যাংক
উত্তরঃ (ক) বাংলাদেশ কৃষি ব্যাংক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
(ক) ধারা ২৬
(খ) ধারা ২৭
(গ ) ধারা ২৮
(ঘ ) ধারা ২৯
উত্তরঃ (খ) ধারা ২৭
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
(ক) ৩ বছর
(খ) ৪ বছর
(গ ) ৫ বছর
(ঘ ) ৬ বছর
উত্তরঃ (গ) ৫ বছর
কোনটি স্থানীয় সরকার নয়?
(ক) পৌরসভা
(খ) পল্লী বিদ্যুৎ
(গ ) সিটি কর্পোরেশন
(ঘ ) সিটি কর্পোরেশন
উত্তরঃ (খ) পল্লী বিদ্যুৎ
আইন প্রণয়নের ক্ষমতা–
(ক) আইন মন্ত্রণালয়ের
(খ) রাষ্ট্রপতির
(গ ) স্পীকারের
(ঘ ) জাতীয় সংসদের
উত্তরঃ (ঘ ) জাতীয় সংসদের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নূন্যতম বয়স-
(ক) ৩০ বছর
(খ) ৩৫ বছর
(গ ) ৪০ বছর
(ঘ ) ৪৫ বছর
উত্তরঃ (খ) ৩৫ বছর
বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?
(ক) ১২
(খ) ১৩
(গ ) ১৪
(ঘ ) ১৫
উত্তরঃ (ঘ) ১৫
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ?
(ক) মুশফিক
(খ) তামিম
(গ ) সাব্বির
(ঘ ) লিটন দাস
উত্তরঃ (ক) মুশফিক
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।