Source: iStockPhoto |
বিদ্রঃ বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার রচনাটি দেখতে পারো।
বর্তমানে বাংলাদেশের ন্যায় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বেকার সমস্যা একটি অন্যতম জাতীয় সমস্যা। যখন কোনো কর্মক্ষম ব্যক্তি চলতি পারিশ্রমিকে কাজ করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও কাজ বা চাকরি পায় না, তাকে বেকার বলে। আর তার এ অবস্থাকে বেকারত্ব বলে। এ অবস্থা যেকোনো জাতির জন্য এক বিরাট অভিশাপ। যেকোনো দেশে দুর্বল অর্থনীতি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, কৃষিনির্ভরতা, কারিগরি জ্ঞানের অভাব, নিরক্ষরতা, অস্বাস্থ্য ও অপুষ্টি, পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার অভাব, শিল্পায়নের অভাব ইত্যাদি কারণে বেকার সমস্যা দেখা দেয়। আবার বেকারত্বের প্রভাবও বহুবিধ। এর কারণে দারিদ্র্যের হার যেমন ঊর্ধ্বমুখী হয়, তেমনি সামাজিক বিপর্যয়, অনিশ্চিয়তা, অপরাধপ্রবণতা ইত্যাদিও বৃদ্ধি পায়। বাংলাদেশের মতো দরিদ্র দেশের পক্ষে সীমিত সম্পদের সাহায্যে বেকারত্ব মোকাবিলা করা খুবই কষ্টসাধ্য। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা। কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে বৃহৎ জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের শ্রমশক্তির বাজার প্রতিষ্ঠা করতে হবে। এতে যুবসমাজ বেকারত্বের অভিশাপ থেকে যেমন মুক্তি পাবে তেমনি, জাতিও উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হবে। তাই বলা হয়, নতুন প্রজন্মকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারলেই কেবল দেশের কাঙ্ক্ষিত সমৃদ্ধি ও উন্নয়ন সম্ভব হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।