
ইফতারের দোয়া অর্থসহ বাংলা উচ্চারণ: রোজার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ইফতার। মুসলিমরা সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করে থাকে। রোজাদারদের জন্য ইফতার একটি খুশির সময়। মহান আল্লাহপাকের সন্তুষ্টির জন্য মুসলিমরা দীর্ঘক্ষণ উপবাস থাকে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সে নিজেকে সকল প্রকার পানাহার ও হারাম কাজ থেকে নিজেকে বিরত থাকে। আজ আমরা ইফতারের সময় কি দোয়া পড়তে হয় তা জানব।
ইফতারের দোয়া অর্থসহ বাংলা উচ্চারণ
اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করেছি এবং আপনারই দেওয়া রিজিক দ্বারাই ইফতার করছি।

ইফতারের দোয়া সম্পর্কে সহীহ হাদিস
মুয়ায ইবনে জুহরা (রাঃ) থেকে বর্ণিত তাঁর নিকট হাদিস পৌঁছেছে যে, নবী করীম (সাঃ) ইফতারে সময় বলতেন: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু। (আবু দাউদ , হাদিস নং ২৩৫৮)
হাদিসে আরও একটি ইফতারের দোয়ার কথা উল্লেখ্য আছে। এবং হাদিসটি সহীহ। হাদিসটি হলঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করাকালীন সময়ে বলতেন:
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
উচ্চারণ : জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।
(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো
(আবু দাউদ, মিশকাত)
আরও পড়ুনঃ
- রোজার নিয়ত
- রোজা কি ও রোজার ফযিলত
- মাহে রমজান ২০২১ সেহরী ও ইফতারের সময়সূচী
- রোজার নিয়ত কিভাবে করবেন?
- রোজার নিয়ত আরবি ও বাংলা
- রোজার নিয়ত কি করতেই হয়?
- রমজান মাস কেনো ফজিলতপূর্ণ
- ইফতার সম্পর্কে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য