আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে ইফতার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
![]() |
ইফতার সম্পর্কে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর |
ইফতার সম্পর্কে ১০ টি প্রশ্ন ও এর উত্তর
প্রশ্ন ৪ঃ ইফতারের সময় কখন?
উত্তরঃ অনেকের মনে প্রশ্ন আসে কখন ইফতার করব? সূর্য ডুবার সঙ্গে সঙ্গে করব নাকি আযানের জন্য অপেক্ষা করব। উত্তর হল সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেলে ইফতার করে ফেলা। পবিত্র কুরআনে আল্লাহপাক বলেছেনঃ “তোমারা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ কর।” আরবিতে লাইল অর্থাৎ রাত বুঝাতে সূর্য ডোবাকে বুঝায়। সুতরাং সূর্য ডোবা নিশ্চিত হলে ইফতার করে ফেলা যদিও আযান দেরিতে দেওয়া হোক না কেনো। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনরা আযান দিয়ে থাকেন ইফতারের পর। তাহলে বুঝা গেলো ইফতারের সময়টা আগেই হয়ে গেছে। আযানের সাথে ইফতার এটা শর্তযুক্ত কোন বিষয় নয়। নবী করীম (সাঃ) বলেছেনঃ “উম্মত যতদিন পর্যন্ত সময় হওয়ার পর অবিলম্বে ইফতার করবে এবং সাহেরিটা শেষ সময় পর্যন্ত করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে”।ইহুদীরা এবং সিয়ারা দেরিতে ইফতার করে।
প্রশ্ন ৫ঃ কি দিয়া ইফতার করা উচিত
উত্তরঃ এর উত্তর হল, ইফতার সম্পর্কে রসূল (সাঃ) এর অভ্যাস সম্পর্কে জানা যায়, তিনি রোতাব অর্থাৎ আধা-পাকা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন। সেটাও না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করতেন। সুতরাং আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করব। এরপর অন্যান্য বাকি হালাল খাবার খাবো।
প্রশ্ন ৬ঃ ইফতারির হিসাব নেওয়া হবে কিনা?
উত্তরঃ আমরা অনেকেই মনে করি, যে যা খাবে রমজান মাসে তার কোন হিসাব নেওয়া হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে। বিশেষ করে হারাম যদি ভক্ষন করা হয় তার জন্য জবাবদিহি করতে হবে। কেউ যদি অপচয় করে তারও হিসাব দিতে হবে।
প্রশ্ন ৭ঃ অন্যকে ইফতার করানোর ফযিলত কি?
উত্তরঃ অন্য রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় সেক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমান সওয়াব পেয়েছেন তাতো তিনি পেবেনই অতিরিক্ত আরও একটি রোজার সওয়াব আল্লহপাক দান করবেন।
প্রশ্ন ৮ঃ ইফতারের দোয়া কি?
উত্তরঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করাকালীন সময়ে বলতেন:
(আবু দাউদ, মিশকাত)
প্রশ্ন ৯ঃ ইফতারের দোয়া কখন পড়ব?
উত্তরঃ এর উত্তর হল এ দোয়াটি ইফতারের পড়ে পাঠ করতে হবে। প্রথমে বিসমিল্লাহ্ বলে ইফতার করতে হবে। ইফতার করা শেষ হলে ইফতারের দোয়াটি পাঠ করব। অনেকে মনে করেন ইফতারের দোয়া শুরুতে পড়তে হয় এটা আসলে ভুল ধারণা।
উত্তরঃ ইফাতের সময় দোয়া কবুল হয় কিনা এ বিষয়ে নিয়ে অনেক আলোচনা রয়েছে। রাসুল (সাঃ) এর একটি হাদিসে বর্ণিত হয়েছেঃ “তিন প্রকার ব্যক্তির দোয়া কখনো বৃথা যাবে না। অবশ্যই তাদের দোয়া আল্লাহর কাছে গৃহিত হবে। (১) রোজাদার ব্যক্তি। (২) ন্যায়পরায়ণ শাসক ও (৩) নির্যাতিত ব্যক্তি”।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
