আজকের সাধারণ জ্ঞানের পর্বে প্রাচীন বাংলার ইতিহাস অধ্যায়ের বাঙালি জাতির উদ্ভব ও পরিচিতি
নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।
বাঙালি জাতির উদ্ভব ও পরিচিতি সাধারণ জ্ঞান
প্রশ্ন : কোন গােষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
উত্তর : অস্ট্রিক।
প্রশ্ন :নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগােষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তর : আদি অস্ট্রেলীয়।
প্রশ্ন :বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
উত্তর :দ্রাবিড়।
প্রশ্ন :বাংলার আদি জনগােষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
উত্তর :অস্ট্রিক।
প্রশ্ন : কোন জনগােষ্ঠী অস্ট্রিক বা অস্ট্রো-এশীয়ও বলা হয়?
উত্তর :অস্ট্রালয়েড বা আদি অস্ট্রেলীয়।
প্রশ্ন : প্রাচীন সাহিত্যে কারা নিষাদ নামে পরিচিত?
উত্তর :অস্ট্রালয়েড বা আদি অস্ট্রেলীয়।
প্রশ্ন : বাংলা ভাষা কোন ভাষাগােষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তর : ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠী।
প্রশ্ন :সমগ্র বাঙালি জনগােষ্ঠীকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি?
উত্তর : ২ ভাগে। ১. প্রাক-আর্য বা অনার্য জনগােষ্ঠী ও ২, আর্য জনগােষ্ঠী।
প্রশ্ন : আর্য পূর্ব জনগােষ্ঠী মূলত কত ভাগে বিভক্ত ছিল ও কি কি?
উত্তর : চার ভাগে। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভােটচীনীয়।
প্রশ্ন : নেগ্রিটোদের উৎখাত করে কোন জাতি?
উত্তর : অস্ট্রিক জাতি।
প্রশ্ন : আর্য পূর্ব জনগোষ্ঠী কোন কোন জাতির সংমিশ্রণে গঠিত?
উত্তর : অস্ট্রিক ও দ্রাবিড়।
প্রশ্ন :দ্রাবিড় জাতি কখন এ দেশে আসে?
উত্তর : অস্ট্রিক জাতির সমসাময়িককালে বা কিছু পরে,প্রায় পাঁচ হাজার বছর পূর্বে।
প্রশ্ন : কাদের রক্তধারা বাঙালি জাতির মধ্যে প্রবহমান?
উত্তর : অস্ট্রিক ও দ্রাবিড়দের।
প্রশ্ন : বাঙালি জাতি কিভাবে গড়ে উঠেছে?
উত্তর : অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে।
প্রশ্ন : ‘বং’ গােষ্ঠীভুক্ত মানুষের বসবাস কোথায় ছিল?
উত্তর : ভাগীরথী নদীর পূর্ব তীরে।
প্রশ্ন : বর্তমান বাঙালি জাতির পরিচয় কি হিসেবে?
উত্তর : সংকর জাতি হিসেবে।
প্রশ্ন: আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে কোন আমলে?
উত্তর : পাল শাসনামলে।
প্রশ্ন : প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বােঝায়?
উত্তর : আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে।
প্রশ্ন : আর্য জাতি ভারতে প্রবেশ করার পর প্রথমে কোন অঞ্চলে বসতি স্থাপন করে?
উত্তর : সিন্ধু-বিধৌত অঞ্চলে।
প্রশ্ন : আর্যগণ কোন পথে উপমহাদেশে প্রবেশ করে?
উত্তর : পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে।
প্রশ্ন : আর্যদের আদি নিবাস কোথায়?
উত্তর :ইউরাল পর্বতের দক্ষিণে কিরঘিজ তৃণভূমি অঞ্চলে।
প্রশ্ন : আর্যদের প্রভাব স্থাপনের পরে বঙ্গদেশে কোন জাতির আগমন হয়?
উত্তর : মঙ্গোলীয় বা ভােটচীনীয় (Sino-Tibetan) জাতি।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
