জনগণনন্দিত একজন সাহসী নেতার কণ্ঠস্বর সহস্র বুলেটের চেয়ে শক্তিশালী
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
মূলভাব
স্বৈরাচারী শাসক-শােষকদের রক্তচক্ষু আর অস্ত্রের ভয়কে উপেক্ষা করে বঞ্চিত ও শােষিত মানুষের অধিকার আদায় করার জন্য জনগণনন্দিত একজন সাহসী যােগ্য নেতার দরকার।
সম্প্রসারিত ভাব
স্মরণাতীত কাল থেকে পৃথিবীতে ক্ষমতাবান ও পেশি শক্তির বলে বলীয়ান মানুষ সাধারণ ও শ্রমজীবী মানুষদের নানা উপায়ে বঞ্চিত করে আসছে। কখনাে মনুষ্যসৃষ্ট কৃত্রিম ভূমিব্যবস্থাপনা ও বণ্টন-নীতির কারণে, আবার কখনাে মুনাফালাভের অপকৌশল হিসেবে সাধারণ ও শ্রমজীবী মানুষদের ঠকিয়ে এরা সম্পদের পাহাড় গড়ে তুলছে। অন্যদিকে অনেক রাষ্ট্রে স্বৈরাচারী ও একনায়ক শাসক নাগরিকদের তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে থাকে। কিন্তু নির্যাতিত-নিগৃহীত ও পরাধীন মানুষ ক্ষমতাবান কিংবা শােষকদের লাঞ্ছনা-বঞ্চনাকে সহজে মেনে নেয় নি। অধিকার ও স্বাধীনতা লাভের জন্য তারা সংগ্রামে অবতীর্ণ হয়, কিন্তু শােষকদের রক্তচক্ষু ও অস্ত্রের ভয় অধিকাংশ ক্ষেত্রেই তাদের নিরুৎসাহিত ও হতােদ্যম করে তােলে। এক্ষেত্রে একজন বলিষ্ঠ নেতার প্রতিবাদী কণ্ঠস্বর অত্যাচারী শাসক-শােষকদের সহস্র বুলেটকেও অকার্যকর করে দিতে পারে। তার এ প্রতিবাদী কণ্ঠস্বর অবলে বলীয়ান শােষকদের শােষণের ভিতকে দুর্বল করে দিতে পারে। তিনি প্রথমে বঞ্চিত জনগণকে অধিকার-সচেতন ও সংঘবদ্ধ করে তাদেরকে অধিকার আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ করে তােলেন।
এমন নেতার ডাকে অত্যাচারী ও শশাষকশ্রেণির রক্তচক্ষু ও অস্ত্রের ভয় উপেক্ষা করে দৃঢ় প্রত্যয়ী মানুষ সাহসিকতার সঙ্গে অধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে। এজন্য সাহসী তরুণদের নেতৃত্বের ভার গ্রহণ করতে হবে এবং নিজের সাহস ও প্রতিবাদী সত্তার দ্বারা জনগণের আস্থাভাজন হতে হবে।
মন্তব্য
আদর্শ নেতার বলিষ্ঠ কণ্ঠস্বর শুনে জাতি উদ্বুদ্ধ হতে পারে মাতৃকার কল্যাণে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
