নবান্ন উৎসব
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC PSC
আজ থেকে কয়েক বছর আগেও নবান্ন উৎসব যেন গ্রামীণ জীবনের একটি অভিন্ন অংশ ছিল। যদিও দিনদিন তা কমে যাচ্ছে। এর প্রধান কারণ, কিছু কিছু এলাকায় শুধু ইরি ধান হয়। বােরাে বা আমন ধান না হওয়ায় ওসব অঞ্চলে নবান্ন উৎসব হয় না। হেমন্তকালে নতুন ধান কাটার পর গ্রামের মানুষ যে উৎসব করে তাকেই নবান্ন বলা হয়। নব’ মানে নতুন আর ‘অন্ন মানে ভাত। নবান্ন শব্দটির অর্থ হচ্ছে নতুন চাল বা ভাত। নবান্ন উৎসব বাঙালির ঐতিহ্য। এদেশের ইতিহাস, কৃষ্টি আর সাহিত্যের অবিচ্ছেদ্য অঙ্গ এই নবান্ন উৎসব। হেমন্তকালে নতুন ধান কেটে ঘরে তােলার সময় গ্রামে গ্রামে এ উৎসব হতাে।
গ্রামের মানুষ নতুন ধানের পিঠা-পায়েস তৈরি করে এ উৎসব পালন করে। এ উৎসবের সাথে গ্রামের মানুষের আনন্দ, হাসি-কান্না জড়িত। কিন্তু সময়ের পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ ও ঋতু পরিবর্তনের কারণে এখন আর নবান্ন উৎসব দেখা যায় না। দু-একটি জায়গা ছাড়া নবান্ন উৎসব প্রায় বিলুপ্ত। আঙ্গিকগত পরিবর্তনের মাধ্যমে নগর সভ্যতায় কোথাও কোথাও এ উৎসব চোখে পড়ে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) চারুকলা ইনস্টিটিউটে (Faculty of Fine Arts, University of Dhaka) নবান্ন উৎসব পালিত হয়ে থাকে। সংস্কৃতিকর্মীরা নবান্ন উৎসব উপলক্ষ্যে বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করে থাকে। দেশীয় ঐতিহ্যকে ধারণ করে চলে দিনব্যাপী অনুষ্ঠান। নবান্ন উৎসবে মানুষের মনে আনন্দের জোয়ার বয়ে যায়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Thank you