নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে
ভাবসম্প্রসারণ নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC
মূলভাব
মানব শিশু জন্মের পরে তার একটি নাম দেওয়া হয়, সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন। আবার প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে অমিত সম্ভাবনা। শত প্রতিকূলতার মধ্যেও প্রতিভাবান মানুষ সেই অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে হতে পারেন স্মরণীয়, বরণীয়। ইতিহাসের পাতায় নিজের নাম স্বাক্ষরিত করতে পারেন স্বর্ণাক্ষরে।
সম্প্রসারিত ভাব
মানুষের একটি সুন্দর নাম থাকে। কিন্তু সুন্দর নামই যে মানুষকে সুন্দর করবে, তার কোনাে নিশ্চয়তা নেই। অথবা, সুন্দর একটি নামই যে মানুষকে খ্যাতিমান করে তুলবে তারও কোনাে নিশ্চয়তা নেই। বরং সৎকর্মের জন্যই মানুষের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। কারণ, মানুষের চূড়ান্ত পরিচয় ও ভূমিকা মূল্যায়িত হয় তার কৃতকর্মের দ্বারা। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলেই তিনি স্মরণীয় নন, পারিবারিক পরিচয় ছাপিয়ে রবীন্দ্রনাথ খ্যাতি অর্জন করেছিলেন তাঁর অনন্য সাহিত্যকর্মের মাধ্যমে।
অনুরূপভাবে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন একটি সাধারণ দরিদ্র পরিবারে, কিন্তু অসামান্য অবদানের জন্য নজরুলের নাম আজ ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে আছে। আমরা এ থেকে বুঝতে পারি যে, মানুষ তার নামকে মহিমান্বিত করতে পারে মহৎ সাধনা কিংবা কীর্তিময় কাজের দ্বারা। তাই প্রতিটি বুদ্ধিমান মানুষ মহৎ কাজের প্রতি নিজেকে ধাবিত করে। শুধু নামকে কেন্দ্র করে খ্যাতি অর্জন করার জন্য বসে থাকে না।
মন্তব্য
ভালাে নাম রাখার ক্ষেত্রে কোনাে নিষেধ নেই। কিন্তু এটিও মনে রাখতে হবে যে, ভালাে নাম রাখলেই মানুষ ভালাে হয় না, বরং ভালাে কাজের মধ্য দিয়ে মানুষকে ভালাে মানুষ হতে হয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।