গণিত অলিম্পিয়াড
অনুচ্ছেদ গণিত অলিম্পিয়াড ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC PSC
আরও পড়ুন ঃ অনুচ্ছেদ লিখন কী এবং অনুচ্ছেদ লিখার নিয়ম
বাস্তবজীবন ঘিরে রয়েছে হিসাব আর হিসাব। হিসাব ছাড়া এখানে কোনাে কিছুই ঠিকভাবে করা যায় না। আর হিসাবে পাকা হতে হলে যা দরকার তা হলাে অঙ্ক জানা। অর্থাৎ গণিতশাস্ত্রে নিজেকে দক্ষ করে তােলা। আন্তর্জাতিকভাবে পরিচালিত যেসব বিজ্ঞান অলিম্পিয়াড আছে সেগুলাের মধ্যে গণিত অলিম্পিয়াড সবচেয়ে বেশি কাল ধরে চলে আসা প্রতিযােগিতা। ১৯৫৯ সালে রুমানিয়ায় সর্বপ্রথম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছরই এ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ যাবৎ কালের মধ্যে শুধু ১৯৮০ সালে মঙ্গোলিয়ায় দেশের অভ্যন্তরীণ গােলযােগের কারণে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়নি। মাধ্যমিক স্তরের অনূর্ধ্ব ২০ বছরের যেকোনাে শিক্ষার্থী একাধিকবার গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে উপযুক্ত বলে বিবেচিত।
প্রতিযােগিতাটি অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী। প্রশ্নপত্রে গণিত বিষয়ক ছয়টি সমস্যার উল্লেখ থাকে। প্রতিটি সমস্যার জন্য ৭ নম্বল বরাদ্দ। এ হিসাবে প্রতিযােগিতার পূর্ণমান ৪২। মাধ্যমিক স্তরের গণিত বই থেকে সমস্যাগুলাে নির্বাচন করা হয়। সমস্যাগুলাে আকারে ছােট তবে বৈচিত্র্যপূর্ণ। মাধ্যমিক স্তরের গণিত পারদর্শী শিক্ষার্থীরাই এ প্রতিযােগিতায় বিজয়ী হওয়ার সামর্থ্য রাখে। এ প্রতিযােগিতায় জ্যামিতি, বীজগণিত, সংখ্যাতত্ত্ব এবং কম্বিনেটরিক্স ইত্যাদি বিভাগ থেকে প্রশ্ন করা হয়। প্রতিযােগীরা একেক দিনে তিনটি সমস্যা সমাধানের জন্য সাড়ে তিন ঘণ্টা সময় পেয়ে থাকে। প্রতিযােগীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। গণিত অলিম্পিয়াডে মােট ৯০টি দেশের প্রতিযােগীরা অংশগ্রহণ করে থাকে।
প্রতিটি দেশ থেকে ৬ জনের দল অংশগ্রহণ করে। তবে প্রতিযােগিতায় কোনো দলকে নম্বর না দিয়ে প্রতিযােগীকে নম্বর দেওয়া হয়। আর প্রতিযােগীদের ব্যক্তিগত নম্বরের ভিত্তিতে রাঙ্কিং নির্ধারণ করা হয়। পদক প্রদানের ক্ষেত্রে ন্যূনতম নম্বর এমনভাবে নির্ধারণ করা হয় যেন সােনা, রুপা ও ব্রোঞ্জ পদক পাওয়া প্রতিযােগীদের প্রাপ্ত নম্বরের অনুপাত ১ : ২: ৩ হয়। এ প্রতিযােগিতায় অংশগ্রহণ করার জন্য দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি দেশ সাধারণ, স্থানীয়, বিভাগীয় ও জাতীয় প্রতিযােগিতার আয়ােজন করে থাকে।
বাংলাদেশে ২০০২ সালে প্রথম আলো ও ডাচ বাংলা ব্যাংক এর সহায়তায় প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
