সূরা তাকাসূর (Surah At-Takathur)পবিত্র কুরানের১০২ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৮ টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। তাই সূরাটি মাক্কী সূরারঅন্তর্ভুক্ত। উক্ত সূরাটিতে মানবজাতি দুনিয়াতে যে প্রাচুর্য ও লালসায় ডুবে আছে সে বিষয়ে বলা হয়েছে। বস্তুত আমারা দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি গুরুত দিয়ে থাকি। এবং দুনিয়ায় যা আল্লাহ্ আমাদের দান করেছেন তার জন্য আমরা আল্লাহ্র
(1
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
অর্থঃ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
উচ্চারণঃ আলহা-কুমুত্তাকা-ছু র।
(2
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
অর্থঃ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
উচ্চারণঃ হাত্তা-ঝুরতুমুল মাকা-বির।
(3
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
অর্থঃ এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
উচ্চারণঃ কাল্লা-ছাওফা তা‘লামূন।
(4
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
অর্থঃ অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
উচ্চারণঃ ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন।
(5
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
অর্থঃ কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
উচ্চারণঃ কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন।
(6
لَتَرَوُنَّ الْجَحِيمَ
অর্থঃ তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
উচ্চারণঃ লাতারাউন্নাল জাহীমা ।
(7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
অর্থঃ অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
উচ্চারণঃ ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন।
(8
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
অর্থঃ এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
উচ্চারণঃ ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
