ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণ: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, এ আশা তার একমাত্র ভেলা | HSC SSC | PDF Download
বাংলা ২য় – ভাবসম্প্রসারণ (Vab Somprosaron) সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, এ আশা তার একমাত্র ভেলা
মূলভাব
সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন। সংসার জীবনে অধিকাংশ মানুষই দুঃখ-দৈন্যে নিপতিত। তারপরও তারা আশাকে অবলম্বন করে বেঁচে থাকে।
সম্প্রসারিত ভাব
আত্মা ও আশা একই সূত্রে গাঁথা। আশার ওপর ভরসা করেই মানুষ বেঁচে থাকে। আশা ছাড়া কোনাে মানুষ বাঁচতে পারে না। একজন আশাহীন মানুষের মৃত্যু অনিবার্য। একজন মানুষ একটা খারাপ পরিস্থিতিতে থাকলেও আগামীতে তার পরিস্থিতির পরিবর্তন হবে এ আশা বুকে ধারণ করে সে সান্ত্বনা পায়। জীবন-সংসার নানা সংকটে পরিপূর্ণ। দুঃখ-যাতনা মানুষের নিত্য সঙ্গী । অনিশ্চয়তা ও সংশয়ের দোলাচলে দুলতে দুলতে এগিয়ে চলে মানুষের জীবন। আগামী দিনটি কার কেমন যাবে তা কেউ বলতে পারে না। ক্ষুধা-দারিদ্র্য সহ নানা জাগতিক সমস্যার পরও আছে মানবিক সংকট। সুস্থ, সামাজিক পবিবেশ যা মানুষের মন ও দৈহিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা উন্নয়নশীল দেশগুলােতে নেই বললেই চলে।
অনিশ্চিত ও বিড়ম্বিত জীবন বাস্তবতার মাঝে আশা হলাে মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। যেকোনাে পরিস্থিতিতে জীবনকে ইতিবাচক দেখার প্রত্যয়টিই হলাে আশা। জীবন অর্থহীন, ব্যর্থতার লীলাক্ষেত্র মাত্র। আশাহীন মানুষ জীবন সংগ্রামে অবতীর্ণ হতে সাহস পায় না, শুকনায় নৌকা ডুবিয়ে অকারণ আহাজারি করাই যেন তার জীবনের সার। কবি আহসান হাবীব বলেছেন, “আশাই জীবন, আশা জীবনের শ্রী।” মূলত আশাকে বাদ দিলে জীবনে বেঁচে থাকার সম্বল বলতে আর কিছু থাকে না। তাই আশা ছলনা কিংবা কুহকিনী নয়, বরং জীবনের সাফল্যসঙ্গী।
মন্তব্য
প্রকৃতপক্ষে সংসার জীবনে সুখের চেয়ে দুঃখেরই প্রকোপ বেশি। তবুও আশা আছে বলেই মানুষ সােনালি সুখের দিনের আশায় দুঃখের দিনগুলােকে অতিক্রম করে। তার বিশ্বাস, দুঃখের দিনগুলাের অবসান হয়ে একদিন সুখের ঝলকানি দেখা দেবেই। এভাবেই সে আশা নিয়ে বেঁচে থাকে।
#ভাবসম্প্রসারণ #বাংলা ২য় #HSC #SSC #PDF #Download
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Very nice