বাংলা কবিতারবীন্দ্রনাথ ঠাকুর

কবিতাঃ আষাঢ় – রবীন্দ্রনাথ ঠাকুর / নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে

Daraz cupon Code
Rate this post

আষাঢ় 
     রবীন্দ্রনাথ ঠাকুর

নীল নবঘনে আষাঢ় গগনে
তিল ঠাঁই আর নাহিরে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের
বাহিরে।

বাদলের ধারা ঝরে ঝর-ঝর,
আউশের খেত জলে ভর-ভর,
কালী-মাখা মেঘে ওপারে আঁধার
ঘনিয়েছে দেখ্‌ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের
বাহিরে।

ওই ডাকে শোনো ধেনু ঘনঘন,
ধবলীরে আনো গোহালে।
এখনি আঁধার হবে বেলাটুকু
 পোহালে।
[post_ads] দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্‌ দেখি
মাঠে গেছে যারা তারা ফিরিছে কি?
রাখাল-বালক কী জানি কোথায়
 সারাদিন আজি খোয়ালে।

এখনি আঁধার হবে বেলাটুকু
 পোহালে।

শোনো শোনো ওই পারে যাবে ব’লে
 কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে
 আজি রে।

পূবে হাওয়া বয়, কূলে নেই কেউ,
দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,
দরদর বেগে জলে পড়ি জল
ছলছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে
 আজি রে।

ওগো, আজ তোরা যাস নে গো তোরা
 যাস নে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর       
নাহি রে।

ঝরঝর ধারে ভিজিবে নিচোল,
ঘাটে যেতে পথ হয়েছে পিছল,
ঐ বেণুবন দুলে ঘনঘন
পথপাশে দেখ্‌ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের
বাহিরে।
[post_ads_2]


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button