ইসলাম ও জীবনকুরআন

Surah Al Fil Bangla বাংলা উচ্চারণ অর্থ অনুবাদ | সূরা ফীল

Daraz cupon Code
সূরা ফীল (Surah Al-Fil) অর্থসহ বাংলা উচ্চারণ।

Surah Al-Fil Bangla: সূরা ফীল পবিত্র কুরআনের ১০৫ তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। মাক্কী সূরার অন্তর্ভুক্ত এই সূরাটির আয়াত সংখ্যা ৫। ফীল অর্থ হল হাতী। এ সূরায় হস্তীবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কা’বা গৃহকে ভূমিসাৎ করার উদ্দেশে হস্তীবাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। আল্লাহ্‌ তাআলা নগণ্য পক্ষীকূলের মাধ্যেমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধুলায় মিশিয়ে দেন। সূরা ফীল এর পূর্ববর্তী সূরা হল সূরা হুমাযাহ এবং পরবর্তী সূরা হল সূরা কুরাইশ

Surah Al-Fil Bangla বাংলা উচ্চারণ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

اَلَمۡ  تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ  بِاَصۡحٰبِ الۡفِیۡلِ ؕ﴿۱

আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।

তুমি কি দেখনি যে, তোমার রাব্ব হস্তি অধিপতিদের কিরূপ (পরিণতি) করেছিলেন?

اَلَمۡ  یَجۡعَلۡ  کَیۡدَہُمۡ فِیۡ  تَضۡلِیۡلٍ ۙ﴿۲

আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?

وَّ  اَرۡسَلَ عَلَیۡہِمۡ  طَیۡرًا  اَبَابِیۡلَ ۙ﴿۳

ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।

তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –

تَرۡمِیۡہِمۡ  بِحِجَارَۃٍ  مِّنۡ سِجِّیۡلٍ ۪ۙ﴿۴

তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।

যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল।

فَجَعَلَہُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ ﴿۵

ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button