প্রশ্নঃ রম (ROM) কে স্থায়ী মেমােরি বলা হয় কেন?
উত্তরঃ রম (ROM) অর্থাৎ Read Only Memory এটি প্রধান মেমােরির অন্যতম প্রধান। এটি মাদারবাের্ডের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটারের হার্ডওয়্যারের সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়ােজন হয়। এই নির্দেশনাগুলাে ছাড়া কম্পিউটার চালু করা যায় না, বিধায় নিদের্শনাসমূহ ROM-এ স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। যা বিদ্যুৎ প্রবাহের উপর রম নির্ভর করে না। ফলে ব্যবহারকারীও বিশেষ ব্যবস্থা ছাড়া এ মেমােরির তথ্য মুছে ফেলতে পারে না। শুধুমাত্র পাঠ করা যায় বলে একে ROM বা Read Only Memory বলে। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এ তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না তাই একে স্থায়ী মেমোরি বলা হয়।