খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখার পর যা করবে –
- বাম দিকে ৩ বার হাল্কা থুতু ফেলবে । (মুসলিম, ৪/১৭৭২, নং ২২৬১।)
- শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর (Allah) কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে। (৩ বার) (মুসলিম, ৪/১৭৭২, ১৭৭৩, নং ২২৬১, ২২৬২।)
- কাউকে এ ব্যাপারে কিছু বলবে না। (মুসলিম, ৪/১৭৭২, নং ২২৬১ ও নং ২২৬৩। )
- অতঃপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে। (মুসলিম, ৪/১৭৭৩, নং ২২৬১।)
- যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করবে। (মুসলিম ৪/১৭৭৩, নং ২২৬৩।)
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।