
আমাদের সমাজে অনেক কুপ্রথা বা কুলক্ষণ যুগ যুগ ধরে বাসা বেঁধে আছে। যা ইসালামী শরীয়াতের আকীদার বিরুদ্ধে। একজন মুসলিম হিসেবে আমাদের এসকল কুপ্রথা বা কুলক্ষণগুলোকে পরিহার করা উচিত।
সমাজে প্রচলিত কিছু কুপ্রথা বা কুলক্ষণ
১. হাতের তালু চুলকালে অর্থ-কড়ি আসবে মনে করা ।
২. চোখ লাফালে বিপদ-আপদ আসবে মনে করা।
৩. কুকুর কাঁদলে রােগ মহামারী আসবে মনে করা।
৪. এক চিরুনিতে দু’জন চুল আঁচড়ালে উক্ত দু’জনের মধ্যে ঝগড়া লাগবে মনে করা।
৫. কোন বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা । ৬. যাত্রা পথে পিছন থেকে কেউ ডাকলে খারাপ মনে করা । ৭. যাত্রা পথে হোঁচট খেলে বা মেথর দেখলে বা কাল কলসি দেখলে, কিংবা বিড়াল দেখলে কুলক্ষণ মনে করা।
৮. অমুক দিন যাত্রা নাস্তি, অমুক দিন বিবাহ নাস্তি, অমুক দিন ভ্রমণ নাস্তি ইত্যাদি বিশ্বাস করা। মােটকথা, কোনাে দিন সময় বা কোনাে মুহূর্তকে অশুভ মনে করা।
৯. যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না- এরূপ বিশ্বাস করা।
১০. পেঁচা ডাকলে ঘর-বাড়ি বিরান হয়ে যাবে মনে করা।
১১. জিহ্বায় কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে বা কেউ তাকে স্মরণ করছে মনে করা।
১২. চড়ুই পাখিকে বালুতে গােসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা।
১৩. দোকান খােলার পর প্রথমেই বাকি দিলে সারা দিন বাকি বা ফাঁকি যাবে। মনে করা। বরং প্রথমেই সহযােগিতার নিয়তে কাউকে বাকি দিলে মানুষকে সহযােগিতার ছওয়াব ও বরকতে তার ব্যবসা ভাল হতে পারে ।
তাই প্রথমেই বাকি দিলে সারা দিন ফাঁকি যাবে মনে করা ঠিক নয়।
১৪. কোন লােকের আলােচনা চলছে, ইত্যবসরে বা কিছুক্ষণ পরে সে এসে পড়লে এটাকে তার দীর্ঘজীবি হওয়ার লক্ষণ মনে করা।
১৫. কোন ঘরে মাকড়সার জাল বেশি হলে উক্ত ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে পড়বে মনে করা।
১৬. আসরের পর ঘর ঝাড়ু দেয়াকে খারাপ মনে করা ।
১৭. ঝাড় দ্বারা বিছানা পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা।
১৮. কোন বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিজের বাচ্চাও মারা যাবে মনে করা
১৯. ঝাড়ুর আঘাত লাগলে শরীর শুকিয়ে যাবে বা জ্বর আসবে মনে করা।
২০. কোনাে প্রাণী বা কোনাে প্রাণীর ডাককে অশুভ বা অশুভ লক্ষণ মনে করা।