
দুরূদ শরীফ বাংলা উচ্চারণ: তাশাহ্হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করতে হয়। দুরূদ পাঠ ছাড়া সালাত হয় না। সুতরাং আমাদের দুরূদ শরীফ জেনে বুঝে পাঠ ও মুখস্ত করা উচিত। এই পোস্টে দুরূদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হল। আশা করি আপনাদের উপকারে আসবে।
দুরূদ শরীফ বাংলা উচ্চারণ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

উচ্চারণঃ আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ)
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ ও ফজিলত (Sayyidul Istighfar)[/box]
দুরূদ শরীফ বাংলা উচ্চারণ এর ছবি
আপনাদের সুবিধার্থে দুরূদ শরীফ বাংলা উচ্চারণ এর ছবি দেওয়া হল। চাইলে ছবিটি মোবাইলে টুকে রাখতে পারেন।

অর্থঃ হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের ওপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত
দুরূদ শরীফ নামাজের একটি অংশ। তাই আমরা চেষ্টা করবো দুরূদ শরীফ সহিহ শুদ্ধভাবে মুখস্ত করার। ইনশাআল্লাহ্।
খুব সুন্দর এবং ভালো লাগার মতো করে বুঝলাম আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ,,,,,, অনেক সুন্দর পোস্ট