
আমারা অনেকে সালাতে সালাম ফিরানোর আগে দোয়া মাসুরা পড়ে থাকি। অনেকে আবার পড়ি না। সালাতে যেসব জায়গায় আল্লাহ্ দোয়া কবুল করে থাকেন তার মধ্যে একটি হল সালাম ফিরানোর আগে। দোয়া মাসুরা মুলত ক্ষমা প্রার্থনার দোয়া। আসুন দোয়াটি আমরা জেনে নেই।
দোয়া মাসুরা বাংলা অনুবাদ, উচ্চারণ ও অর্থ
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْماً كَثِيراً، وَلاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفورُ الرَّحيمُ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা। ওয়ালা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা। ফাগফির লী মাগফিরাতাম মিন ‘ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফূরুর রাহীম
অর্থঃ হে আল্লাহ! আমি আমার নিজের ওপর অনেক যুলুম করেছি। আর আপনি ছাড়া গুনাহসমূহ কেউই ক্ষমা করতে পারে না। অতএব, আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দ্বারা মাফ করে দিন, আর আমার প্রতি দয়া করুন; আপনিই তো ক্ষমাকারী, পরম দয়ালু

Apni amar nok sahajjo koral