
মনে কর, তুমি ওয়াসিম। ‘জাতিগঠনে নারী সমাজের ভূমিকা’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি কর।
জাতিগঠনে নারী সমাজের ভূমিকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের উদ্যোগে ‘জাতিগঠনে নারী সমাজের ভূমিকা’ শীর্ষক আলােচনা সভা গত ৫ মে ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ আলােচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলােচকবৃন্দ বলেন, আমাদের দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ অর্ধেক অংশকে বাদ দিয়ে দেশের কোনাে উন্নয়ন যথার্থভাবে সম্পন্ন হতে পারে না। তাই সমাজে নারী ও পুরুষের অবদানকে ভিন্নরূপে দেখার অবকাশ নেই। উভয়ে মিলেই গড়ে তুলছে সমাজ, সভ্যতা, দেশ। নারীকে অবহেলায় পেছনে ফেলে রেখে কোনাে দেশ ও জাতি উন্নতি করতে পারে না। বক্তারা আরও বলেন, কোনাে গাড়ির এক চাকা ভাঙা থাকলে সে গাড়ি যেমন অধিক দূরে অগ্রসর হতে পারে না, তেমনি সমাজের অর্ধেক শক্তি নারী সমাজকে অবহেলা অবজ্ঞা করেও বিদ্যমান সমাজব্যবস্থা প্রগতির পথে এগিয়ে যেতে ব্যর্থ হয়। জাতির উন্নয়নে মূল পাথেয় নারীশিক্ষা। নারীকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হতে হবে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পালাবদলে বর্তমানে নারীরা পুরুষের সহযােদ্ধা। কিন্তু শিক্ষায় নারী সমাজ এখনাে পশ্চাৎপদ। বিশ্বভ্রাতৃত্ব, মৈত্রী ও বিশ্বায়নের এ যুগে পিছিয়ে পড়া নারীদের শিক্ষিত ও আলােকিত মানুষে পরিণত করতে হবে। মূলকথা, একটি উন্নত জাতিগঠনে নারী সমাজের ভূমিকাকে অস্বীকার করার উপায় নেই। বক্তারা সর্বক্ষেত্রে নারীর অধিকার পূর্ণ বাস্তবায়নের জন্য সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।