Uncategorized

লােডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন

 

লােডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন
লােডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন

তােমার এলাকায় লােডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখ।

বিদ্যুৎ বিভ্রাট : অবিলম্বে প্রতিকার দরকার

নিজস্ব প্রতিবেদক : আলম, কুষ্টিয়া।

লােডশেডিং কুষ্টিয়া শহরের নিত্যদিনের ঘটনা। বর্তমানে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লােডশেডিং-এর তীব্রতা। কুষ্টিয়া শহরে বিদ্যুৎ এই আসে, এই যায়। বিশেষ করে কুষ্টিয়ার কিছু স্থানের চিত্র ভয়াবহ। পুরাে দিনে এসব এলাকায় দশ ঘণ্টাও বিদ্যুৎ থাকে কি না বলা দুষ্কর।

কুষ্টিয়া শহরে বিদ্যুৎ সার্বক্ষণিক প্রয়ােজনীয় একটি জিনিস। দিনে বা রাতে যেকোনাে সময়েই হােক, বিদ্যুতের অনুপস্থিতি আধনিক জীবনে হাজার সংকট ও সমস্যার সৃষ্টি করে। রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে প্রতিটি মুহুর্তে বিদ্যুতের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। বিদ্যুৎ ছাড়া কলকারখানা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত অচল। দেশের চাহিদামাফিক বিদ্যুৎ এখনাে উৎপাদন করা সম্ভব হয়নি। যার কারণে বিদ্যুৎ সমস্যা জনজীবনে তৈরি করেছে নানা দুর্ভোগ। ছাত্রছাত্রীদের পড়ালেখার নিরন্তর ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ না থাকলে সুষ্ঠু পানি সরবরাহ বাধাগ্রস্ত হয়। অনেক সময় লােভােল্টেজের কারণে ফ্রিজ, ফ্যান, এসি ইত্যাদি অচল হয়ে যাচ্ছে। কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালের চিকিৎসার ব্যাঘাত ঘটছে। বিজিএমইএ-র সাম্প্রতিক এক বিবরণে জানা যায়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুধু তৈরি পােশাক খাতেই আমাদের দেশ প্রতিদিন প্রায় ১০ লাখ মার্কিন ডলার আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। এ হিসেবে বছরে দেশের মােট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০০০ কোটি টাকা। বিদ্যুৎ সমস্যা ও এর কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি নিয়ে লেখালেখি কম হয়নি। কিন্তু পরিস্থিতির তেমন কোনাে পরিবর্তন হয়নি।

এ সংকটের পেছনে বিদ্যুৎ সংশ্লিষ্ট সংস্থাটির এক শ্রেণির কর্মকর্তাদের চরম দুর্নীতির ব্যাপারও কম দায়ী নয়। দৈনিক জনকণ্ঠে কিছুদিন আগে এ ব্যাপারে প্রকাশিত এক রিপাের্টে বলা হয়েছে, ডেসা-র এক শ্রেণির কর্মীদের সহায়তায় চলছে বিদ্যুৎ চুরির মহােৎসব। দুর্নীতিবাজ কর্মী ও গ্রাহকের যােগসাজশে মাসে অন্তত ৬ কোটি ইউনিট বা গড়পড়তায় ১৫ কোটি টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে। বিদ্যুতের অভাবে যেখানে মানুষের চরম দুর্ভোগ পােহাতে হচ্ছে, সেখানে এ ধরনের চুরিকে প্রশ্রয় দেওয়া কোনােভাবে মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের সময় হয়েছে। 

খুব শীঘ্রই ক্রমবর্ধমান বিদ্যুৎ সমস্যা থেকে দেশবাসীকে বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে দেশের সচেতন মানবসমাজ।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button