প্রিয় সুহৃদ, পড়াশুনার চাপে হয়ত আমরা প্রায় কোণঠাসা। স্কুল আর কোচিং এর সুতায় গুরপাক খেয়ে আমাদের জীবনে আনন্দই খুঁজে পাওয়া ভার। তাই তোমাদের একটু বিনোদনের জন্য আমারা আয়োজন করেছি “বাংলা মজার হাঁসির জোকস”। আমরা চেষ্টা করব নতুন নতুন জোকস উপডেট করার।
বাংলা মজার হাঁসির জোকস
১২। প্রথম গলফ খেলােয়াড় বলে, আমি গলফ, চ্যাম্পিয়ন ছিলাম।
দ্বিতীয় গলফ খেলােয়াড় বলে, আপনার নাম শুনিনি তাে।
শুনবেন কি করে ? আমি যে অন্ধ গলফ খেলােয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছিলাম। তবে বাজি ধরলে আপনার সঙ্গেও প্রতিযোগীতা করতে পারি।
বেশ, তাই হবে।
তবে কোথায় খেলা হবে ?
কেন, রাত্রে।
১৩। একটি ছেলে ও একটি মেয়ের প্রথম আলাপে ছেলেটি বলে, ছেলে মেয়ের ঘনিষ্ঠতা কি অস্বাস্থ্যকর ?
মেয়েটি : না, মানে•••••
ছেলেটি : এত বয়সেও কি তুমি কোন ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হওনি !
মেয়েটি : না, মানে, সে রকম আমার কোন অসুখ হয় নি।
১৪। প্রতিবেশী : খােকা কঁদছাে কেন?
খােকা: আমার বাবা আমার মাকে গাধা বলেছে। মাও বাবাকে ষাঁড় বলেছে।
প্রতিবেশী : তােমার বাবা ও মা তাে তােমাকে কিছু বলেনি?
খােকা: আমার বাবা যদি ষাড় হয়, আমার মা যদি গাধা হয়, তবে আমি কি হব কাকু?
১৫। মা : কাছের লেটার বক্সে একটা চিঠি ফেলতে তাের এত সময় লাগলাে ?
মেয়ে : জান মা, একটা সুন্দর যুবক আমাকে অনুসরণ করছিল। কিন্তু সে এত আস্তে হাঁটছিল যে, দেরী হয়ে গেল।
১৬। ছেলে : বাবা আমাকে কোলে নাও।
বাবা: আমার যে এক হাতে ব্যাগ । তােমাকে কোলে নেব কেমন
ছেলে : ব্যাগটা আমাকে দাও। তারপর আমাকে কোলে নাও।
১৭। রবার্ট : তুমি কি তােমার নতুন পেনটা আমার কাছে বিক্রি করবে ?
জর্জ : বেশ, এটা আমি এক সপ্তাহ আগে আট টাকায় কিনেছিলাম। কাজেই, তুমি আমাকে ছয় টাকা দিও।
রবার্ট : তাই যদি হয়, তা হলে আরও তিন সপ্তাহ পরেই পেনটা নেব।
১৮। বাগানের মালিক : মালী, আজকে তুমি বাগানে জল দিয়েছিলে?
মালী : আজ্ঞে না স্যার। সারাদিন বৃষ্টি হচ্ছিল।
বাগানের মালিক: বাড়ীতে ছাতা ছিল না? ছাতা মাথায় দিয়ে তুমি বাগানে জল দিতে পারতে।
১৯। শিক্ষক : আজকে আমার জন্মদিন। আচ্ছা, আমার বয়স কত?
ছাত্র : বিয়াল্লিশ স্যার।
শিক্ষক : আশ্চর্য, তুমি আমার বয়স কি করে জানলে?
ছাত্র : আমার ভাইয়ের বয়স একুশ। সে আধপাগলা।
২০। মাতাল : আমাকে থানায় আনা হয়েছে কেন? আমার দোষ কি?
পুলিশ: তােমাকে মদ খাবার জন্য থানায় আনা হয়েছে।
মাতাল : বেশ, খুব ভাল কথা। তা হলে এক্ষুনি শুরু করা যাক।
২১। বই বিক্রেতা : এই বইটা একবার পড়লেই আপনি হাসতে হাসতে মারা যাবেন স্যার।
ক্রেতা : শিগগির বইটার একটা কপি আমাকে দিন। আমার স্ত্রীকে পড়তে দেব।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
