৬ষ্ঠ শ্রেণির (বিজ্ঞান) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ | Class Six (Science) 4th Week Assignment 2021

প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের বিজ্ঞান ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এ কি কি নির্ধারিত কাজ আছে তা এক নজরে দেখে নেই। এবং নির্ধারিত কাজগুলোর নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব।
![]() |
Class Six (Science) 4th Week Assignment 2021 |
নির্ধারিত কাজঃ
তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।
১। পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো।
২। একটি ঘরে কতটুকু জায়গা দখল করছে তা বের করো.
৩।পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করো।
সমাধান
১। পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ঃ
প্রথমে সেন্টিমিটার স্কেলে সাহায্যে টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা
আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, প্রস্থ ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ৪০ সেন্টিমিটার।
এখানে,
টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার,
টেবিলের প্রস্থ ৫০ সেন্টিমিটার
পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ
( ১০০ X ৫০ ) বর্গ সেন্টিমিটার
৫০০০ বর্গ সেন্টিমিটার
৫০০০/(১০০)২ বর্গমিটার।
= ০.৫ বর্গমিটার
সুতরাং, পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার
২. একটি ঘরে কতটুকু জায়গা দখল করছে তা বের করোঃ
এখানে,
টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার,
প্রস্থ ৫০ সেন্টিমিটার এবং
উচ্চতা ৪০ সেন্টিমিটার
যতটুকু জায়গা আয়তন দখল করেছে তা হল- দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা
= (১০০ X ৫০ X ৪০) ঘন সেন্টিমিটার
= ২,০০,০০০ ঘন সেন্টিমিটার
সুতরাং, ২,০০,০০০ ঘন সেন্টিমিটার আয়তনের জায়গা দখল করেছে ।
৩। পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করো।
২ নং হতে পাই,
টেবিলের আয়তন = ২,০০,০০০ ঘন সেন্টিমিটার
সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার।
তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে।
আমরা জানি,
১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার
১ ঘন সেন্টিমিটার = ( ১ / ১০০০ ) লিটার
২,০০,০০০ ঘন সেন্টিমিটার = ( ১ X ২০০০০০) / ১০০০ লিটার
= ২০০ লিটার।
সুতরাং, পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে ২০০ লিটার পানি ধরবে। যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করা হলো ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
সব বানান ভুল।