অষ্টম শ্রেণি (Class 8) গনিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। Class 8 3rd week Math solution
অষ্টম শ্রেণি (Class 8) গনিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান/ Class 8 3rd week Math solution
প্রশ্ন ০১
সরল মুনাফার ক্ষেত্রেঃ
দেওয়া আছে,
সঞ্চয় স্কিমের মূলধন (p) = ১৫০০০ টাকা।
সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল (n) = ৩ বছর।
সঞ্চয় স্কিমের মুনাফার হার (r) = ৯% বা ০.০৯
ক) ৩ বছর পর সঞ্চয় স্কিমের মুনাফার পরিমান (I ) = pnr
= ১৫০০০ x ৩ x ০.০৯ = ৪০৫০ টাকা। (উত্তর)
খ) মূলধন = ১৫০০০
ক থেকে প্রাপ্ত মুনাফা = ৪০৫০ টাকা
মুনাফা-আসল, A = আসল + মুনাফা
= ১৫০০০ + ৪০৫০
= ১৯০৫০ টাকা। (উত্তর)
চক্রবৃদ্ধির ক্ষেত্রেঃ
দেওয়া আছে,
সঞ্চয় স্কিমের মূলধন (p) = ১৫০০০ টাকা।
সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল (n) = ৩ বছর।
সঞ্চয় স্কিমের মুনাফার হার (r ) = ৯% বা ০.০৯
সঞ্চয় স্কিমের মূলধন (p) = ১৫০০০ টাকা।
সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল (n) = ৩ বছর।
সঞ্চয় স্কিমের মুনাফার হার (r ) = ৯% বা ০.০৯
(ক) আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন c = P (1 + r)n
১ম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন = ১৫০০০ (১ + ০.০৯)
= ১৫০০০ x ১.০৯
= ১৫০০০ x ১.০৯
= ১৬৩৫০ টাকা। (উত্তর)
(খ) আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন c = P (1 + r)n
চক্রবৃদ্ধি মূলধন c = P (1 + r)n
২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন = ১৫০০০ (১ + ০.০৯)২
= ১৫০০০ (১.০৯)২
= ১৫০০০ x ১.১৮৮
= ১৭৮২১.৫ টাকা । (উত্তর)
(গ) আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন c = P (1 + r)n
চক্রবৃদ্ধি মূলধন c = P (1 + r)n
৩য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন = ১৫০০০ (১ + ০.০৯)৩
= ১৫০০০ (১.০৯)৩
= ১৫০০০ x ১.২৯৫০২৯
= ১৯৪২৫.৪৪ টাকা । (উত্তর)
(ঘ) নির্দিষ্ট সময়কাল (৩ বছরের) চক্রবৃদ্ধি মুনাফা = p(1+r)n - p
= ১৫০০০ (১ + ০.০৯)৩ -১৫০০০
= ১৫০০০ (১.০৯)৩ - ১৫০০০
= (১৫০০০ x ১.২৯৫০২৯) - ১৫০০০
= ১৯৪২৫.৪৩৫ - ১৫০০০
= ৪৪২৫.৪৪ টাকা। (উত্তর)
(ঙ) চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
ঘ হতে পাই - তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ৪৪২৫.৪৪ টাকা।
সরল মুনাফার ক্ষেত্রে,
ক হতে পাই - তিন বছর পর সরল মুনাফা ৪০৫০ টাকা।
সরল মুনাফার ক্ষেত্রে,
ক হতে পাই - তিন বছর পর সরল মুনাফা ৪০৫০ টাকা।
সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক বলে আমি মনে করি।





আমি আমার উত্তরের স্বাপেক্ষে যুক্তি প্রদর্শিত করলাম:
কোন নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক কিংবা সমবায় সমিতিতে জমা রাখলে বছর শেষে যে অতিরিক্ত টাকায় পাওয়া যায় তাই হচ্ছে মুনাফা। যে পরিমাণ টাকা জমা রাখা হয়েছে তাকে প্রারম্ভিক মূলধন বলে। আর নির্দিষ্ট মেয়াদ শেষ হবার পর ওই প্রারম্ভিক মূলধন এর উপর যে মুনাফা হিসাব করা হয় তাই হচ্ছে সরল মুনাফা।
অপরদিকে,
অপরদিকে,
চক্রবৃদ্ধি মূলধন এর ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে প্রারম্ভিক মূলধন এর সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন গঠিত হয়। এভাবে প্রতি বছরান্তে আমানতকারীর মূলধন বাড়তেই থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি আমানতকারীর জন্য লাভজনক। তাছাড়া "ঙ" নং উত্তর হতে দেখা যায় যে, তিন বছর শেষে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা ৩৭৫.৪৪ টাকা বেশি ছিল।
সুতরাং সমবায় সঞ্চয়স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক।
সংক্ষিপ্ত প্রশ্ন





লেখককে অসংখ্য কৃতজ্ঞ আর ধন্যবাদ
ReplyDeleteMath er full answer ta je dilenna vaiya ... r agriculture er full answer kobe pawa jabe vaiya? Kindly bolben ...w8 korchi..
ReplyDeletevaiya plz pic tule diben
DeleteVaiya math er answer gulu ektu immediate den....r agriculture er baki duita question er answer gulu diye diyen....plz
ReplyDeleteVaiya math er answer fulfil diye diyen taratari....r agriculture er baki 2ta question er answer diben ...plz
ReplyDeleteHome science solution please
ReplyDeletepls homescience taratari publish korediyen
DeleteThis is very helpful for me.Thank u so much
ReplyDeleteThis is very helpful for me.Thank u so much
ReplyDeletemath baki assignment gula koi
ReplyDeleteClass 8 ar কৃষি assignment ta dila valo hoy
ReplyDeleteকৃষি দিয়েছি তো।
DeleteClass 8 ar কৃষি assignment ta dila valo hoy
ReplyDeleteWAit the assignment has just published today.
DeleteLooks like I know you who are you
DeleteClass 8 ar কৃষি assignment ta dila valo hoy
ReplyDeleteClass 8 ar কৃষি assignment ta dila valo hoy
ReplyDeleteগণিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কোথায়?
ReplyDeleteআর কৃষিশিক্ষা বাকি প্রশ্ন আর উত্তর কোথায়?
দয়া করে এগুলো দিয়ে দিন।
Bhai Class 6 er garhosto ta urgent।plz taratati den।khub jorori bhai plz
ReplyDeleteVaiya kokhon math er short question er answer diben? R agriculture er baki 2ta question er answer kobe diben?
ReplyDeleteআপনারা পোস্ট করার আগে দয়া করে চেক করে নিবেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ 😊
ReplyDeletehome science please
ReplyDeletethank you
ReplyDeleteVaiya kindly bolben je ekhane je short question er answer diyechen egula ki evabe mane bornona kore likhte hobe...
ReplyDeleteভাই আপনার হাতের লেখা খুবই পরিচিত লাগছে। আপনার নামটা একটু কমেন্ট করবেন
ReplyDeleteRimon
Deleteভাই, আপনার হাতের লেখা তো মাশা্ল্লাহ্😂😂😂
ReplyDeleteOs3r
DeleteTnx for a lot
ReplyDeleteTnku so much
ReplyDeleteঅাচ্ছা.৪৩৫-.৪৪ কিভাবে হলো
ReplyDeleteChokro briddhi munafa prosno (1) uttor vul kno?
ReplyDeleteVhul na..bro . Thik e ache.. calculate kore dekhen
Deletedhonnobad
ReplyDeleteThis was very helful.. thank you so much.
ReplyDeleteHome science please
ReplyDeletechocrobidhi munafar kho ar ans thik na.
ReplyDeleteThik e ache ..first e lekhte jeye ektu vhul hoyeche kho e ans. ta kintu correct. Muliye dekhte paren.
Deleteঙ number bhul
ReplyDeleteNa ...thik e ache ..
DeleteOnek onek Thank writer ke
Deleteঙ নম্বর এর উত্তর কই
ReplyDeleteভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি সঙ্গে আমার ক্লাস এর সবাই ক্রিতজ্ঞ
ReplyDeleteThankyou;HAZABAROLO.COM
ReplyDeleteলেখককে অসংখ্য ধন্যবাদ।
ReplyDeleteসূচিপত্রে কি লিখবো ভাই?
Delete神話世紀
ReplyDeleteAi kuttar baccha
ReplyDeleteAjob!! Kake bolo eshob.
DeleteThanks bhaia .....ans dewar jonno... 🥰🥰🥰🥰🥰🥰
ReplyDeleteVai chokrobiddite 1no e n=somoy den ni kno.tahole to uttor ta vul hoy.
ReplyDeleteSir ans deyar jonno thank you 😀😀😀😀
ReplyDeleteGood Your Work,Thanks!
ReplyDeleteThank you so much vaia
ReplyDeleteHome science plz
ReplyDeleteসংক্ষিপ্ত প্রশ্ন ৭ এ হবে ৭৬৮০০০ ।লেখা হয়েছে ৭৬৮০০🤗
ReplyDeletethanks
ReplyDeleteঙ নং এর পর কী কোনো নং দিয়ে এর পরের প্রশ্নের উত্তর লিখব।
ReplyDeleteBro,Thanks For the Answers but the thing Is Bhai Shobgula ektu Beshi choto Hoye gese:) Only 4 ta Page Hoise Amar Eigula Likhte, Last er Questions Gula Baade,Idk assignment accept Korbe naki But Thank You
ReplyDelete