SSC - টেস্ট পেপার

এসএসসি ২০২৩ অর্থনীতি টেস্ট পেপার (PDF)

Daraz cupon Code
3.6/5 - (14 votes)

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? এসএসসি পরীক্ষার জন্য তোমাদের হাতে তেমন সময় নেই। তোমাদের এসএসসি পরীক্ষাটিকে কিছুটা সহজ করার জন্য এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২৩ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।

এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২৩

১। আরিফের দেশে শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হয় না । যেকোনো ব্যক্তি ইচ্ছামতো যেকোনো অর্থনৈতিক কাজ করতে পারে। ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা রয়েছে। কিন্তু সুমনের দেশে শিল্পকারখানা প্রতিষ্ঠা ও উৎপাদন নিয়ন্ত্রণ করে। এখানে ব্যক্তিগত উদ্যোগের কোনো সুযোগ নেই ।
ক. ইসলামি অর্থব্যবস্থা কী?
খ. কেন যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে?
গ. আরিফের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা কর ।
ঘ. সুমনের দেশের অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ কর ।

২। দৃশ্য-১ : ‘ক’ রাষ্ট্রে সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ও কারিগরি জ্ঞানে উন্নত জনশক্তি । পরিবহণ ব্যবস্থা উন্নত। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
দৃশ্য-২ : ‘খ’ রাষ্ট্রে ঠিক বিপরীত অবস্থা বিদ্যমান। তবে ধীরে ধীরে উন্নয়নের ইতিবাচক পরিবর্তন ঘটছে এবং জীবনযাত্রার মান ক্রমেই বাড়ছে।
ক. অথনৈতিক প্রবৃদ্ধি কী?
খ. অথনৈতিক উন্নয়ন বলতে কী বোঝায়?
গ. ‘ক’ রাষ্ট্রটি উন্নয়নের মাপকাঠিতে কোন শ্রেণির দেশ? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে আলোচিত দুটি রাষ্ট্রের মধ্যে কোনটির সাথে বাংলাদেশের সাদৃশ্য আছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৩। সোমা ও আমিনা দুজনই পড়ালেখা শেষ করে বেসরকারি সংস্থায় কাজ শুরু করে। উভয়ের সংস্থাই দেশের দরিদ্র দূরীকরণে কাজ করে। সোমার কর্মরত সংস্থাটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। অপরদিকে আমিনার কর্মরত সংস্থাটি ১৯৭৫ সালে ঢাকা ও কুমিল্লা জেলায় কাজ শুরু করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ক. মৌসুমী বেকারত্ব কী?
খ. ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি’- ব্যাখ্যা কর ।
গ. সোমার কর্মরত সংস্থাটির ধরন ব্যাখ্যা কর ।
ঘ. “উদ্দীপকে নির্দেশিত সংস্থা দুইটি দেশের দারিদ্র্য দূরীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”— বিশ্লেষণ কর ।

৪। ফেসবুকে জনি ও টনির পরিচয়। একদিন দুজন তাদের নিজ দেশের অর্থব্যবস্থার কথা আলোচনা করছিল। জনি বলল, তার দেশের সবকিছু ব্যক্তি মালিকানাধীন। টনি শুনে শুধু বলে, তোমার দেশের ঠিক বিপরীতে আমার দেশের অর্থনীতি পরিচালিত হয়।
ক. অর্থনীতির নীতি কয়টি?
খ. অর্থনীতিতে প্রণোদনার গুরুত্ব বর্ণনা কর ।
গ. উদ্দীপকে জনির দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা কর ।
ঘ. জনি ও টনির দেশের অর্থব্যবস্থার মধ্যে কোনটি একটি দেশের জন্য অধিক কল্যাণকর? ব্যাখ্যা কর ।

৫। আসাদ দীর্ঘদিন ‘A’ দেশে বাস করেন। সম্প্রতি তিনি দেশে বেড়াতে এসে ছোট ভাইকে তার প্রবাস জীবনের অভিজ্ঞতার কথা শোনান । সেখানকার মানুষের মাথাপিছু আয় অত্যন্ত বেশি। সেখানে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, তার মালিককে কারখানা প্রতিষ্ঠার আগে সরকারের অনুমতি নিতে হয়নি। আবার সে তার পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য ভোগ করতে পারে।
ক. অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লেখ।
খ. অর্থনীতিতে প্রণোদনার গুরুত্ব বর্ণনা কর ।
গ. ‘A’ দেশে প্রচলিত অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ. ‘A’ দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ কর ।

৬। মি. ফরিদ একজন ব্যবসায়ী। তিনি তার এলাকায় একটি অটো রাইস মিল স্থাপন করেন। তিনি নিজে মিলের যন্ত্রাংশ ও বৈদ্যুতিক মিটার ক্রয় করেন। উৎপাদন কাজ পরিচালনা, কাঁচামাল ক্রয় এবং বিপণনের জন্য বেশ কিছু শ্রমিক নিয়োগ করেন।
ক. বিনিয়োগ কী?
খ. চারিত্রিক গুণাবলিকে সম্পদ বলা যায় না কেন?
গ. মি. ফরিদের ক্রয়কৃত বৈদ্যুতিক মিটার উৎপাদনের কোন ধরনের উপকরণ? ব্যাখ্যা কর ।
ঘ. মি. ফরিদের কার্যক্রম উৎপাদনের যে উপাদান নির্দেশ করে, উৎপাদন ক্ষেত্রে তার ভূমিকা বিশ্লেষণ কর ।

৭। রহিমা বেগম হাঁস-মুরগির খামার গড়ে তুলেছেন। খামার থেকে সারা বছরই প্রচুর ডিম উৎপাদিত হয়। গ্রামে ডিমের দাম কম থাকায় শহরে ডিমগুলো বিক্রয় করে তিনি প্রচুর মুনাফা পান। হাঁস-মুরগির খামারের পাশাপাশি তিনি মাছ চাষও শুরু করেন। রহিমা বেগম হাঁস-মুরগি এবং মাছ চাষের জন্য ১৫ জন শ্রমিক নিয়োগ করেন। কয়েক বছরের মধ্যে তিনি অর্থনৈতিক সাফল্য অর্জন করেছেন।
ক. উৎপাদন কী?
খ. প্রকৃত উৎপাদন ব্যয় বলতে কী বোঝায়?
গ. রহিমা বেগমের হাঁস-মুরগির খামারটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, রহিমা বেগম একজন দক্ষ সংগঠক? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

৮। অয়ন একজন ব্যবসায়ী। গত বছর সে তার ছোট ভাইকে বিদেশে পাঠিয়েছেন। এখন তার ছোট ভাই মাসে মাসে অনেক টাকা পাঠায়। ব্যবসা থেকেও তিনি ভালো টাকা আয় করেন। বিদেশি টাকার কল্যাণে বাংলাদেশের মোট জাতীয় আয় দিন দিন বাড়ছে।
ক. GNP-এর পূর্ণরূপ কী ?
খ. মোট দেশজ উৎপাদনের ধারণাটি ব্যাখ্যা কর ।
গ. অয়নের কাজটি কীভাবে জাতীয় আয়ে অবদান রাখে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, অয়নের ছোট ভাইয়ের প্রেরিত টাকা অর্থনীতিকে
সমৃদ্ধ করবে? মতামত দাও ।

SSC Economics Test Paper 2023 PDF

বইয়ের নামএসএসসি ২০২৩ অর্থনীতি টেস্ট পেপার (PDF)
পাবলিকেশনলেকচার
ফর্মেটPDF
পৃষ্ঠা২৮
সাইজ2.84 MB
SSC Economics Test Paper 2023 PDF


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

মাধ্যম
Lecture Publications

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button