ছবি সূত্র – iStockphoto |
সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি এড্রেস মানুষের পক্ষে মনে রাখা খুবই কষ্টকর। তাই আইপি এড্রেস সহজে ব্যবহারযােগ্য করার জন্য সহজ কোন নাম ব্যবহার করা হয়। ডােমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম। যেমন- www.google.com এই সাইটটির আইপি এড্রেস হল- 216.58.212.164। যে পদ্ধতিতে ডােমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডােমেইন নেইম সিস্টেম বলে (DNS-Domain Naming System)। ডােমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলাে বিভক্ত।
উপরের চিত্রে একটি ওয়েব সাইটের এড্রেস হতে ডােমেইন নেইম mnhs.com কে দেখানাে হয়েছে । এখানে mnhs কে ডােমেইন নেইম এবং .com কে ডােমেইন টাইপ বলা হয়। সাধারণত ডােমেইন টাইপ দ্বারা প্রতিষ্ঠানের টাইপ জানা যায়। যেমনঃ
- .com- কমার্শিয়াল প্রতিষ্ঠানকে বুঝানাে হয় – উদাহরণ- www.google.com
- .gov – সরকারি প্রতিষ্ঠানকে বুঝানাে হয় – উদাহরণ- www.bpsc.gov.bd
- .org – অর্গানাইজেশনকে বুঝানাে হয় – উদাহরণ- www.bccbd.org
- .edu – শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝানাে হয় – উদাহরণ- www.du.edu
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
