ইসলাম ও জীবনবিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

নবী – রাসূল ও সাহাবীগণ (সাধারণ জ্ঞান)

Rate this post

নবী – রাসূল ও সাহাবীগণ (সাধারণ জ্ঞান)

নবী - রাসূল ও সাহাবীগণ (সাধারণ জ্ঞান)


পৃথিবীর প্রথম মানব কে?
উত্তর : হযরত আদম (আ)।

প্রশ্ন : পৃথিবীর প্রথম নবী কে?
উত্তর :হযরত আদম (আ)।

প্রশ্ন : সকল মানুষের আদি পিতা কে?
উত্তর :হযরত আদম (আ)।

প্রশ্ন :মানুষের মধ্যে কে সর্বপ্রথম কাবাঘর তৈরি করেন?
উত্তর :হযরত আদম (আ)।

প্রশ্ন : আদম (আ) ও হাওয়া (আ)-এর বিয়ের মােহরানা কত ছিল?
উত্তর : বিশ্বনবী হযরত মুহাম্মদ (স)-এর উপর দশবার দরূদ পাঠই ছিল তাদের মােহরানা।

প্রশ্ন : দ্বিতীয় আদম বলা হয় কাকে?
উত্তর :হযরত নূহ (আ)-কে।

প্রশ্ন :নূহ শব্দের অর্থ কি?
উত্তর : অতি ক্রন্দনকারী।

প্রশ্ন : কোন নবী সর্বপ্রথম নিজ ধর্মের নাম ইসলাম বলে অভিহিত করেন?
উত্তর :হযরত ইব্রাহিম (আ)।

প্রশ্ন : মুসলিম জাতির পিতা কে?
উত্তর :হযরত ইব্রাহিম (আ)।

প্রশ্ন :হযরত ইব্রাহিম (আ)-এর উপাধি কি?
উত্তর : খলিলুল্লাহ।

প্রশ্ন :ইব্রাহিম (আ) কাকে জবেহ করার জন্য তরবারি চালিয়েছেন?
উত্তর :ইসমাঈল (আ)-কে।

প্রশ্ন :কার পায়ের আঘাতে জমজম কূপ চালু হয়?
উত্তর :ইসমাঈল (আ)-এর।

প্রশ্ন : পবিত্র কুরআনে কোন নবীর ঘটনাকে ‘আহসানুল কাসাস’ বলা হয়েছে?
উত্তর :ইউসুফ (আ)-এর।

প্রশ্ন :হযরত মুসা (আ)-এর উপাধি কি?
উত্তর :কালীমুল্লাহ।

প্রশ্ন : লাঠিকে সাপ বানানাে কার মুজেযা?
উত্তরঃ  মুসা (আ)-এর।

প্রশ্ন : কোন নবী আল্লাহর ইচ্ছায় পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন?
উত্তরঃ হযরত ঈসা (আ)।

প্রশ্ন : জামিউল কুরআন বা কুরআন সংকলনকারী বলা হয় কাকে?
উত্তর : হযরত উসমান (রা)-কে।

প্রশ্ন :হযরত ঈসা (আ)-এর মাতার নাম কি?
উত্তর:মরিয়ম (আ)

প্রশ্ন : আসাদুল্লাহ’ বা ‘আল্লাহর সিংহ’ কার উপাধি?
উত্তর : হযরত আলী (রা)।

প্রশ্ন : কোন নারীর উপাধি ‘খাতুনে জান্নাতু’?
উত্তর : হযরত ফাতেমা (রা)।

প্রশ্ন : কোন নারী সর্বপ্রথম ইসলাম কবুল করেন?
উত্তর : হযরত খাদীজা (রা)।

প্রশ্ন :ইসলামের প্রথম নারী শহীদ কে?
উত্তর : হযরত সুমাইয়া (রা)।

প্রশ্ন : কাবা শরীফে সর্বপ্রথম আযান দেন কে?
উত্তর : হযরত বেলাল (রা)।

প্রশ্ন : মুসলিম জাহানে বংশানুক্রমিক শাসনের প্রবর্তক কে?
উত্তর : খলিফা মুয়াবিয়া।

প্রশ্ন :মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর :হযরত মুয়াবিয়া।

প্রশ্ন : ‘সাইফুল্লাহ’ খেতাবে ভূষিত হয়েছিলেন কে?
উত্তর : খালিদ বিন ওয়ালিদ।

প্রশ্ন : প্রাক ইসলামী যুগের কোন কবিকে আরবদের শেক্সপিয়ার বলা হয়?
উত্তর :ইমরুল কায়েস।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button