

প্রতিবছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান সংস্থার পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় । মজার বিসয় হল একই দিনে অর্থাৎ, ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য দিবস এর ইতিহাস বা প্রেক্ষাপট
১৯৪৬ সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর একটি অন্তর্বর্তীকালীন কমিশন গঠন করা হয় যায় লক্ষ্য ছিল সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রূপরেখা তৈরী করা। এই লক্ষ্যকে সামনে রেখে ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিষ্ঠার পর থেকে ডব্লিউএইচও মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার দিকগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। ১৯৪৮ সালে ডব্লিউএইচও এর প্রথম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হলে তা ১৯৫০ সালে কার্যকর হয়। সর্বপ্রথম বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা শুরু হয় ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে।
প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়।দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।