টেক নিউজ

WhatsApp এর কারণে আপনার মোবাইল স্টোরেজ ডাটা নষ্ট হচ্ছে না তো? হলে করণীয় কি?

1/5 - (1 vote)
WhatsApp এর কারণে আপনার মোবাইল স্টোরেজ ডাটা নষ্ট হচ্ছে না তো? হলে করণীয় কি?

WhatsApp এ আমরা সকলে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত। যার ফলে গ্রুপের অহরহ আপডেট ছবি ভিডিও আসতেই থাকে। ফলে মোবাইলের স্টোরেজ ডাটা দুটোই খরচ হয়। তবে কিছু কৌশলের মাধ্যমে কিছুটা রেহাই পাওয়া যায়।

Whatsapp এ গ্রাহকরা চাইলে অটো ডাউনলোড অপশন বন্ধ করে রাখতে পারেন। ফলে ব্যবহারকারীর ইচ্ছে ছাড়া কোনও মিডিয়া ডাউনলোড হতে পারে না। কিন্তু নতুন অ্যাপটি আনইনস্টল করে ইনস্টল করলে কিংবা নতুন ফোনে অ্যাপ খুললে স্বয়ংস্ত্রিয়ভাবে মিডিয়া ডাউনলোড হতে শুরু করে। আর তখনই শুরু হয় সমস্যা। ভরে যায় মোবাইলের গ্যালারি, স্টোরেজ। খরচ হয় মোবাইল ডেটা।

এছাড়াও, Media Visibility বলে একটি ফিচার রয়েছে WhatsApp-এ। এই অপশন Enable করলে ফোনে ডাউনলোড হওয়া সব ছবি, ভিডিও ফোনের গ্যালারি থেকে সরে যাবে। এই সুবিধাটি পাওয়ার জন্যে আপনাকে নিিচের সেটিংসটি করতে হবে। 

  • WhatsApp এর আপডেট ভার্সন ডাউলোড করে নিতে হবে।
  • এরপর অটো ডাউনলোড বন্ধ করতে হবে। এরজন্য আপনাকে  WhatsApp এর ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর সেটিংস এ যান। 
  • স্টোরেজ অ্যান্ড ডাটা সিলেক্ট করুন।
  • মিডিয়া অটো ডাউনলোড অপশনে যান।
  • Using mobile data বিভাগে photos, audio, videos, documents, আনচেক করে দিন।
আপনি চাইলে মিডিয়া visibility বন্ধ করতে পারেন। এরজন্য প্রথমে 
  • সেটিংস এ যান
  • আপনার চেট অপশনটি বেছে নিন।
  • এরপর media visibility অপশনটি অফ করে দিন। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button