ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
ভাবসম্প্রসারণ ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC JSC HSC
মূলভাব
অতীত গত, বর্তমান ক্ষণস্থায়ী। এজন্য প্রত্যেকেই ভবিষ্যতের দিকে ধাবমান।
সম্প্রসারিত ভাব
জ্ঞানী ব্যক্তিমাত্রই মানুষ, তবে মানুষমাত্রই জ্ঞানী নয়। জীবন চলার পথে বিচিত্র অভিজ্ঞতা মানুষকে দূরদৃষ্টিসম্পন্ন জ্ঞানী মানুষে পরিণত করে। মানুষের কর্মময় জীবনের সাথে তিন তিনটি কালের সম্পৃক্ততা রয়েছে। আর এগুলাে হচ্ছে- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। জ্ঞানী ব্যক্তিরা অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকে। অতীতের অভিজ্ঞতা থেকে অনাগত দিনগুলাে স্বাচ্ছন্দ্যময় করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। পক্ষান্তরে, যারা নির্বোধ ও বােকা তারা গড্ডলিকা প্রবাহে জীবন অতিবাহিত করে। তাদের দূরদৃষ্টির অভাব ও চিন্তা-চেতনার সংকীর্ণতা যথার্থ আত্মােপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখে।
ফলে অতীত ও বর্তমানের ব্যর্থতা মূল্যায়ন কিংবা সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের কথা তারা কল্পনাও করতে পারে না। তাদের জীবনে ধ্বংস অনিবার্য। এমতাবস্থায় প্রত্যেকের উচিত ভবিষ্যতের সুখের আশায় বর্তমানের যাবতীয় দুঃখ-যন্ত্রণা-পরিশ্রম হাসিমুখে মেনে নেওয়া। কেননা বর্তমান তাে এক ধরনের অতীতই। এই এখন যা আছে একটু পরেই তা আর থাকছে না, অতীত হয়ে যাচ্ছে। তাই অতীতের জন্য চিন্তা-ভাবনা করে লাভ নেই। সামান্য পিঁপড়া-মৌমাছি পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে ব্যতিব্যস্ত। বর্তমানের দুঃখকষ্ট সহ্য করে তারা ভবিষ্যতের দুঃখ মােকাবিলার প্রস্তুতি নেয়- খাদ্য সঞ্চয় করে।
ভবিষ্যতের ভাবনা মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। প্রত্যেক মা-বাবা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই সহায়-সম্পত্তি অর্জনে সচেষ্ট থাকেন। এমতাবস্থায় প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, বর্তমানে সেটা কাজে লাগান এবং ভবিষ্যতের দিকে বুক ফুলিয়ে এগিয়ে চলেন।
মন্তব্য
ভবিষ্যতের মােকাবিলা করার জন্য বর্তমানকে যাঁরা ভিত্তি হিসেবে গ্রহণ করে, কেবল তারাই প্রকৃত জ্ঞানী। তাই কোনাে কাজ করলে অবশ্যই ভবিষ্যতের কথা মাথায় রেখেই করতে হবে।