মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড়াে কোনাে মন্দির কাবা নাই।
ভাবসম্প্রসারণ
মূলভাব
পৃথিবীতে শ্রেষ্ঠ উপাসনালয় হচ্ছে মানবহৃদয়। কেননা, স্রষ্টা মানুষের হৃদয়ে অবস্থান করেন। মানুষের হৃদয় হচ্ছে তার প্রকৃত উপাসনালয়। সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান, তিনি সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা। শুধু উপাসনালয়ের মধ্যেই তার অস্তিত্ব সীমাবদ্ধ নয়।
সম্প্রসারিত ভাব
সৃষ্টিজগতের মধ্যে মানুষ সেরা। আল্লাহ তায়ালা মানুষকে বিবেক-বুদ্ধি দিয়ে অন্যান্য জীবের চেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তাই মানুষ অন্যান্য প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ এতে সন্দেহের কোনাে অবকাশ নেই। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে ন্যায়-অন্যায় ও পাপ-পুণ্য বিচার-বিশ্লেষণ করে চলতে হয়। মানুষকে পাপ-পুণ্য, ভালাে-মন্দ ও ধর্ম-অধর্ম বিচার-বিবেচনা করে চলতে সাহায্য করে তার হৃদয়। হৃদয় বা মন আছে বলেই মানুষ ভালাে-মন্দ, ন্যায়-অন্যায়, পাপ-পুণ্য বিচার করে চলতে পারে। হৃদয় বা মন উদার হলে একজন মানুষ যেমন নিজের ভালাে-মন্দ বুঝতে পারে, তেমনই অন্যের দুঃখ-বেদনায় সমব্যথী হতে পারে।
এই হৃদয় দ্বারা পরিচালিত হয়েই মানুষ সৎকাজের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করে। সৃষ্টিকর্তার সৃষ্ট জীবের মধ্যে একমাত্র মানুষই সততা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, দয়া প্রভৃতি সগুণ দ্বারা কল্যাণের পথে পরিচালিত হয়। অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করার যে মনােবৃত্তি মানুষের মধ্যে গড়ে ওঠে, তার উৎসস্থল হচ্ছে হৃদয় বা মন।
এই হৃদয় দ্বারা পরিচালিত হয়েই মানুষ সৎকাজের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করে। সৃষ্টিকর্তার সৃষ্ট জীবের মধ্যে একমাত্র মানুষই সততা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, দয়া প্রভৃতি সগুণ দ্বারা কল্যাণের পথে পরিচালিত হয়। অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করার যে মনােবৃত্তি মানুষের মধ্যে গড়ে ওঠে, তার উৎসস্থল হচ্ছে হৃদয় বা মন।
আর স্রষ্টার প্রার্থনা করার উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ-মন্দির। মসজিদ-মন্দিরে দিন-রাত অবস্থান করে প্রার্থনা করার মূলে রয়েছে সুন্দর ও মােহমুক্ত পবিত্র পরিবেশে হৃদয়কে ষড়রিপুর প্রভাব থেকে মুক্ত রাখা এবং স্রষ্টার নির্ধারিত পথে চলে তাঁর সন্তুষ্টি অর্জন করা। হৃদয় কলুষিত হলে দিন-রাত প্রার্থনা করলেও কোনাে ফল হবে না। অতএব, মানুষের হৃদয়ই হচ্ছে সমস্ত উপাসনালয়ের চেয়ে শ্রেষ্ঠ উপাসনালয়। মানুষের নির্মল ও তুষ্ট হৃদয়ই শ্রেষ্ঠ ইবাদতখানা। নিষ্কলুষ হৃদয় মানুষকে ন্যায়ের পথে, সত্যের পথে, ধর্মের পথে চালিত করে মসজিদ-মন্দিরের উপাসনাকে সার্থকতা প্রদান করে।
মন্তব্য
নির্মল ও তুষ্ট হৃদয়ের স্থান বহু অর্থ ব্যয়ে সুশােভিত অট্টালিকায় নির্মিত মসজিদ-মন্দিরের চেয়ে অনেক উপরে। সুতরাং মানুষের হৃদয়কে মনকে গুরুত্ব দিতে হবে। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না।