তৃষ্ণার জল যখন আশার অতীত হয় মরীচিকা তখন সহজে ভােলায়
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
মূলভাব
মানুষ যখন তার জরুরি প্রয়ােজনগুলাে মিটাতে পারে না তখন সে বাস্তবজ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মরীচিকার পেছনে ছােটে।
সম্প্রসারিত ভাব
আশা-আকাক্ষা মানুষকে উজ্জীবিত করে। কিন্তু তা যখন অপূর্ণ থেকে যায় তখন সে এক নিদারুণ হতাশায় নিপতিত হয়। অর্থাৎ একান্ত প্রয়ােজনীয় কোনাে কিছু যদি মানুষ না পায়, তখন সে বাস্তবজ্ঞানশূন্য হয়ে পড়ে, অবাস্তব কল্পনা তাকে মােহগ্রস্ত করে দেয়।
যে ব্যক্তির জলের তৃষ্ণা পূরণ হওয়ার সম্ভবনা থাকে না, সে দিগভ্রান্ত হয়ে জলের তৃষ্ণা মেটানাের জন্য মরীচিকার পেছনে ছােটে এবং আরাে বেশি তৃষ্ণার্ত হয়ে পড়ে। তার অসহায়ত্ব আর দুর্বলচিত্তের সুযােগে মরীচিকাও তাকে সহজে আকৃষ্ট করে। প্রয়ােজনই মানুষের চিন্তাশক্তি আর কল্পনাশক্তিকে চালিত করে। বেঁচে থাকার ঐকান্তিক প্রচেষ্টা থেকেই মানুষ নিরন্তর অবলম্বন খোঁজে। তাই অবস্থার পরিপ্রেক্ষিতে কখনাে কখনাে মরীচিকাও মানুষের বাঁচার অবলম্বন হয়ে পড়ে।
মন্তব্য
মানুষের দুর্বলতম মুহূর্তে অশুভ শক্তি তাকে পরাস্ত করতে চায়। তাই দুঃসময়ে দিগ্ভ্রান্ত না হয়ে সঠিক পথের সন্ধান করা জ্ঞানীর পরিচয়।