অনুচ্ছেদ

অনুচ্ছেদঃ যানজট

Daraz cupon Code
4.7/5 - (52 votes)

যানজট

বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১

নাগরিক জীবনে সুবিধার পাশাপাশি বিভিন্ন রকমের অসুবিধাও আছে। সেগুলাের মধ্যে যানজট অন্যতম। যানবাহন চলাচলে স্থবিরতাকে বলা হয় যানজট। রাজধানী ঢাকার (Dhaka) অন্যতম প্রধান সমস্যা যানজট। বিড়ম্বনাপূর্ণ ও অস্বস্তিকর যানজট ঢাকার নাগরিক জীবনকে বেঁধে রেখেছে আষ্টেপৃষ্ঠে। গতিময়তা সৃষ্টির উদ্দেশ্যে আমরা যানবাহন ব্যবহার করি। কিন্তু ঢাকা শহরে অধিকাংশ সময় ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। ঢাকার রাস্তায় বিশৃঙ্খলভাবে ধীরগতি ও দ্রুতগতির যানবাহন চলে পাশাপাশি। এরই মধ্যে চলে ওভারটেকের প্রতিযােগিতা।

যানবাহনগুলাে একসাথে চলতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পাঁচ-সাত মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। ঢাকা শহরে জনসংখ্যার স্ফীতি বাস্তব। ধারণক্ষমতার চাইতে কয়েক গুণ বেশি। আর রাস্তার ধারণক্ষমতার চেয়ে যানবাহন চলাচলের মাত্রাও কয়েকগুণ বেশি। যান চলাচলে শৃঙ্খলার অভাব, নিয়মকানুন সম্পর্কে অজ্ঞতা এবং অসচেতনতার কারণে যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে নগরবাসীর মূল্যবান সময়ের অপচয় হয়। বহিরাগত লােকদের অফিস আদালতে যাওয়া-আসার উদ্দেশ্যে অনেক সময় বৃথা অপচয় হয়। যানজটের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণও অকল্পনীয়। নগর জীবনের কর্মতৎপরতা স্বাভাবিক রেখে সেই আলােকে যানজট সমস্যার সমাধান করা বাঞ্ছনীয়। যানজট নিরসনে সরকার, ট্রাফিক-পুলিশ, গাড়ির চালক ও জনসাধারণ সবাইকে সচেতন হতে হবে। জনসাধারণকে হতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button