যানজট
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
যানবাহনগুলাে একসাথে চলতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পাঁচ-সাত মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। ঢাকা শহরে জনসংখ্যার স্ফীতি বাস্তব। ধারণক্ষমতার চাইতে কয়েক গুণ বেশি। আর রাস্তার ধারণক্ষমতার চেয়ে যানবাহন চলাচলের মাত্রাও কয়েকগুণ বেশি। যান চলাচলে শৃঙ্খলার অভাব, নিয়মকানুন সম্পর্কে অজ্ঞতা এবং অসচেতনতার কারণে যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে নগরবাসীর মূল্যবান সময়ের অপচয় হয়। বহিরাগত লােকদের অফিস আদালতে যাওয়া-আসার উদ্দেশ্যে অনেক সময় বৃথা অপচয় হয়। যানজটের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণও অকল্পনীয়। নগর জীবনের কর্মতৎপরতা স্বাভাবিক রেখে সেই আলােকে যানজট সমস্যার সমাধান করা বাঞ্ছনীয়। যানজট নিরসনে সরকার, ট্রাফিক-পুলিশ, গাড়ির চালক ও জনসাধারণ সবাইকে সচেতন হতে হবে। জনসাধারণকে হতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
Shit
That's pretty short. But good